স্বচ্ছতাই সুন্দরভাবে বাঁচার অন্যতম প্রধান উপায়। শুধু তাই নয়, সুস্বাস্থ্যের জন্যও পরিস্কার থাকা বিশেষভাবে জরুরি। যেমন বেশ কিছু রোগের অন্যতম কারণ হল অপরিচ্ছন্ন থাকা। বিশেষ করে সংক্রমক রোগের কারণই তাই। পাশাপাশি অপরিচ্ছন্ন টয়লেটের কারণে মহিলাদের নানারকম রোগের শিকার হতে হয়। রোগের হার কমাতেও তাই জরুরি পরিচ্ছন্ন থাকা। সেই উদ্দেশ্যেই পালন করা হয় বিশ্ব টয়লেট দিবস।
(আরও পড়ুন: খাবারে নিজের চুল গুঁজে দিয়ে ফ্রি-তে পেটপুজোর ধান্দা! CCTV ফুটেজে পর্দাফাঁস)
সারা বিশ্বে ১৯ নভেম্বর পালন করা হয় বিশ্ব টয়লেট দিবস। টয়লেটের প্রয়োজনীয়তা বোঝাতে এই দিন নানারকম সচেতনতামূলক কর্মসূচী নিয়ে থাকে বিশ্বের বিভিন্ন সংগঠন। এছাড়াও, বিশ্বের প্রতিটি মানুষ যাতে টয়লেটের সুবিধা পায়, সেই দাবিও তোলে এই সংগঠনগুলি।
বিশ্ব টয়লেট দিবসের তারিখ
প্রতি বছর ১৯ নভেম্বর পালন করা হয় বিশ্ব টয়লেট দিবস। ২০২৩ সালে এই দিনটি রবিবার পড়েছে।
(আরও পড়ুন: ৩৫১ ফুট লম্বা এই পরচুলা নাম তুলল গিনিসে! বানানোর কায়দা জানালেন এই মহিলা)
দিনটির শুরু কীভাবে?
২০০১ সাল থেকে এই দিনটি পালন করা শুরু। দিনটির উদ্যোক্তা ছিলেন সিঙ্গাপুরের জ্যাক সিম। তাঁর সংগঠন ওয়ার্ল্ড টয়লেট অরগানাইজেশনই এই দিন পালন করতে শুরু করে। সংগঠনের তরফ থেকে তিনি ১৯ নভেম্বর দিনটিকে ওয়ার্ল্ড টয়লেট ডে হিসেবে পালন করার আর্জি জানান। তবে দিনটি সব দেশে স্বীকৃত ছিল না। সংগঠনটি তখন থেকেই চেষ্টা শুরু করে দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করার। ২০০৭ সালে সাসটেনেবল স্যানিটেশন অ্যালাউয়েন্স নামের আরেকটি সংস্থা এগিয়ে আসে এই কাজে। তারাও দিনটিকে সমর্থন জানাতে শুরু করে এই বছর থেকে। অবশেষে তিন বছর পর স্বীকৃতি আসে রাষ্ট্রসংঘের দফতর থেকে। ২০১০ সালে এই দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রসংঘ। তখন থেকেই উদযাপন করা হচ্ছে বিশ্ব টয়লেট দিবস। একই বছর রাষ্ট্রসংঘের তরফে জল ও পরিচ্ছন্নতার অধিকারকে মৌলিক অধিকার বলে ঘোষণা করে।