বিয়ে করতে হলে বরের বার্ষিক মাইনে হতে হবে ৩০ লক্ষ টাকা। তিন কামরার ফ্ল্যাট থাকতে হবে। হবু স্বামী কেমন হবে, তার নানান দিক দেখিয়ে ভাইরাল মহিলা। স্বামীর থেকে তিনি ঠিক কী কী চান, তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এদিন, যা বেশ ভাইরালও হয়েছে। পোস্টটিতে মহিলার নিজের বেতন, চাকরি এবং বৈবাহিক অবস্থা সম্পর্কে বিশদ লেখা রয়েছে।
ভাইরাল পোস্টে কী দেখা গিয়েছে
একজন এক্স ইউজারের এই পোস্ট অনুসারে, ওই মহিলা বিএড পাস করেছেন। তিনি এখন বছরে ১.৩ লক্ষ টাকা আয় করেন। আগে একবার বিয়ে করেছিলেন। ডিভোর্স হয়ে গিয়েছে। মহিলাটি এবার দ্বিতীয় বিয়ে করতে চান। তিনি চান তাঁর স্বামীর বার্ষিক বেতন হোক ৩০ লক্ষ টাকা। ভারত, আমেরিকা বা ব্রিটেনের বাসিন্দা হলেও হবে। এরই সঙ্গে তাঁর স্বামীকে অবশ্যই আরও একটি শর্ত পূরণ করতে হবে। আর সেটি হল, মহিলাটি বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পছন্দ করেন। ফাইভ-স্টার হোটেলে থাকতে চান। এই বিষয়গুলো তাঁর স্বামীকে মাথায় রাখতে হবে। মহিলাকে বিয়ের পর সারা পৃথিবী ঘোরাতে হবে।
এখানে পুরো পোস্টটি দেখুন:
নেটিজেনদের মজার প্রতিক্রিয়া
পোস্টটি ইতিমধ্যেই ১.২ মিলিয়নেরও বেশি ভিউ সংগ্রহ করেছে।।যত সময় পেরোচ্ছে, এটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। মানুষ এই পোস্টটি দেখে চুপ নেই। প্রত্যেকেই জানিয়ে গিয়েছেন প্রতিক্রিয়া। অনেকেই নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন।
একজন লিখেছেন, ডিভোর্সি হওয়া সত্ত্বেও তিনি স্বামী হিসাবে এখনও অবিবাহিত ব্যক্তিকেই চান। তাঁর বাবা-মা তাঁর সঙ্গে থাকবেন কিন্তু শ্বশুরবাড়ির কেউ থাকতে পারবেন না। তাঁর বেতন প্রতি মাসে মাত্র ১১,০০০ টাকা, যা শহরের এলাকায় একজন কাজের মেয়ের বেতনের সমান। কিন্তু এত খামতি থাকা সত্ত্বেও তিনি চান, তাঁর স্বামী ভালোভাবে প্রতিষ্ঠিত হোক! চাহিদা একটু কম হলে ভালো হতো।
দ্বিতীয়জন যোগ করেছেন, নিজে বার্ষিক মাত্র ১৩২০০০ টাকা বেতন পান। তিনি আবার কীভাবে বলেন যে তাঁর শখ ৫ তারা হোটেলে গিয়ে থাকা! আশ্চর্য এর মানে টা কি? তৃতীয়জন আবার বলেছেন, মহিলা নিজে তাঁর শ্বশুরবাড়ির লোকদের পছন্দ করেন না, তবে আশা করেন যে তাঁর স্বামী নিজের শ্বশুরবাড়ির সকলকে ভালোবাসবেন! কীভাবে এত বেশি চাইতে পারলেন এই মহিলা?'