কানাডার অন্টারিওর বাসিন্দা শাকিনা রাজেন্দ্রাম গর্ভবতী হয়েছেন ২২ সপ্তাহও হয়নি। হঠাৎ করেই একদিন রাতে প্রচন্ড ব্যথা উঠল। কী ব্যাপার! চিকিৎসকের পরামর্শ নিতে জানা গেল, এই ব্যথা প্রসবের ব্যথা। ২২ সপ্তাহের মাথায় প্রসব! শুনেই হতবাক হন হবু মা বাবা। শুধু তাই নয়, চিকিৎসকদের কাছেও এই ঘটনা বিরলতম। কিন্তু কোথায় হবে প্রসব? কোন হাসপাতালে এমন আপৎকালীন পরিস্থিতিতে প্রসবের ব্যবস্থা করানো যাবে? কানাডার কোনও হাসপাতালই রাজি হয়নি এই জটিল অস্ত্রপচার করতে! কারণ কোনও হাসপাতালেই এই বিশেষ ব্যবস্থা নেই! শুধু তাই নয়, ১৫২ দিনের মাথায় জন্মানো সদ্যজাতের বিশেষ যত্ন চাই! জরুরি অবস্থায় সবরকম যত্নের ব্যবস্থা চাই। শেষ পর্যন্ত মাউন্ট সিনাই হাসপাতালে ব্যবস্থা হয় প্রসবের। তবে নিরাপদ প্রসব? নাহ্। কোনও নিশ্চয়তা দিতে পারেননি চিকিৎসকরা। শাকিনা রাজেন্দ্রামকে জানিয়ে দেওয়া হয়েছিল, সদ্যজাত দুই শিশুর বাঁচার সম্ভাবনা ‘শূন্য’ শতাংশ।
আরও পড়ুন: গোপনাঙ্গে খুব সমস্যা, লিঙ্গটাই কেটে বাদ দিলেন চিকিৎসক! ক্ষুব্ধ রোগী যা করলেন
আরও পড়ুন: সপ্তম আশ্চর্যের ভিতর লম্বা সুড়ঙ্গ! তোলপাড় সারা বিশ্বে, কোন রহস্য লুকিয়ে সেখানে
কিন্তু শেষ পর্যন্ত সব আশঙ্কা নাকচ করে দুই একরত্তির জন্মদিন পালিত হল ৪ মার্চ। বিশ্বের সব চেয়ে দ্রুত জন্মানো যমজ শিশু আদিয়া লাইলিন ও আদ্রিয়া লুকাহ নাদারাজা নাম তুলল গিনিস বুকে। জন্মদিনে গিনিস বুকের তরফে উপহার হিসেবে এল শিরোপাও। নেটদুনিয়ায় ভাইরাল হল দুই একরত্তির মিষ্টি ছবি। সেই উপলক্ষে ভাইরাল ভিডিয়োতে শাকিনা রাজেন্দ্রাম জানালেন তাঁর একবছর আগের অভিজ্ঞতা।
আরও পড়ুন: ছিল ধোসা, হয়ে গেল বিড়াল? রাঁধুনির স্টান্টের ভিডিয়ো দেখে জিভে জল নেটিজেনের
আরও পড়ুন: মায়ের শাসন নিয়ে ‘তীব্র প্রতিবাদ’ একরত্তির! একগুচ্ছ অভিযোগ তার, ভাইরাল ভিডিয়ো
সাধারণত ২৬৬ দিনের আগে কোনও শিশুর জন্ম হলে তা প্রিম্যাচিউর বার্থ হয়। প্রিম্যাচিউর শিশুর শরীরের গঠন ঠিকভাবে তৈরি হয় না। ফলে প্রকৃতির প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে পারে না সে। প্রিম্যাচিউর শিশুর জন্য তাই অতিরিক্ত যত্ন জরুরি। প্রকৃতি ও পরিবেশের বিরুদ্ধে লড়াই করে বাঁচিয়ে রাখতে তাঁকে অতিরিক্ত সাহায্য করতে হয়। জন্মের পর দুই যমজ শিশুর হাসপাতালেই কেটেছে ছয়মাস। শুধু পর্যবেক্ষণের জন্য নয়। এর মধ্যে একরত্তিদের শরীরে দেখা দিয়েছে মস্তিস্কের রক্তক্ষরণ থেকে সেপসিস। এছাড়াও শরীরে জলের ভারসাম্য ঠিক না থাকা থেকে শ্বাসকষ্টের সমস্যাও ছিল। তবে সেই সবের বিরুদ্ধে জোর লড়েছে ১৫২ দিনে জন্ম নেওয়া দুই শিশু। ছয় মাস পর প্রথম হাসপাতাল থেকে ছাড়া পায় আদিয়া। তার এক সপ্তাহ পর তার ভাই আদ্রিয়া বাড়ি ফেরে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup