World Happiness Report 2025: বিশ্বজুড়ে যতগুলি দেশ রয়েছে, তার মধ্যে কোনগুলি সুখী আর কোনগুলি অসুখী তা বলে দেয় ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট। প্রতি বছর নিয়ম করে প্রকাশিত এই রিপোর্টটিতে এই বছরেও ভারতের স্থান কিছুটা উন্নত হয়েছে। তবে বিশ্বের সবচেয়ে অসুখী ১০ টি দেশের তালিকায় ভারত রয়েছে কি? কী বলছে ২০২৫ সালের বিশ্ব সুখের রিপোর্ট? তালিকাটি শেষের দিক থেকে দেখে নেওয়া যাক।
আরও পড়ুন - Science News: ১০০ বছর পুরনো অঙ্ক, দিব্যার উত্তর সাড়া জাগাল বিজ্ঞানমহলে! খোঁজ মিলল বিদ্যুৎ তৈরির উন্নত পথের
বিশ্বের ১০ সবচেয়ে অসুখী দেশের তালিকা
১. আফগানিস্তান - ১৪৭ টি দেশের মধ্যে ১৪৭ নম্বরে রয়েছে আফগানিস্তান। ২০২২ সালে এই দেশে তালিবান শাসন শুরু হয়। তারপর থেকেই ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে পতন হতে থাকে দেশটির। আপাতত এটি বিশ্বের সবচেয়ে অসুখী দেশ।
২. সিয়েরা লিয়নে - গৃহযুদ্ধের জেরে বিপর্যস্ত এই দেশ তালিকার ১৪৬ নম্বরে রয়েছে। এছাড়াও দেশটিতে দারিদ্র, রাজনৈতিক অস্থিরতা চরমে। ন্যুনতম পরিষেবাগুলি পেতেও যথেষ্ট অসুবিধা হয়।
৩. লেবানন - অর্থনৈতিক বিপর্যয়ের সঙ্গে মোকাবিলা করছে লেবানন। বর্তমানে এই দেশটির অবস্থান তালিকার ১৪৫ নম্বরে। এছাড়াও দেশটিতে ব্যাপক মাত্রায় দুর্নীতি পরিস্থিতি আরও সঙ্গীন করে তুলেছে।
৪. লিসোথো - দক্ষিণ আফ্রিকার এই দেশ বর্তমানে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন। ১৪৪ নম্বরে থাকা দেশে এছাড়াও বেশ কিছু স্বাস্থ্যের সমস্যাও রয়েছে। বিশেষত এইচআইভি আক্রান্তের সংখ্যা এই দেশে অনেক বেশি।
আরও পড়ুন - IPL 2025: শনিবার IPL উদ্বোধনে লাইভ শো করতে কত দক্ষিণা নিলেন শ্রেয়া? চোখ কপালে উঠতে পারে…
৫. জিম্বাবোয়ে - প্রাকৃতিক সৌন্দর্য মন জয় করার মতো হলেও জিম্বাবোয়ে আদতে আর্থিক সমস্যায় জর্জরিত একটি দেশ। একদিকে যেমন মূল্যবৃদ্ধি, অন্যদিকে তেমনই সরকারি নানা সমস্যা পরিস্থিতি জটিল করে তুলেছে। বর্তমানে হ্যাপিনেস রিপোর্টে এর স্থান ১৪৩-এ।
৬. ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো: ১৪২ তম স্থানে রয়েছে এই দেশ। দারিদ্র্য, রাজনৈতিক অস্থিরতাসহ নানা সমস্যা দেশটিকে গ্রাস করেছে।
৭. মালায়ি - বিশ্বের অন্যতম দরিদ্র রাষ্ট্র হিসেবেই পরিচিত মালায়ি। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এর স্থান ১৪১-এ। দারিদ্রের পাশাপাশি পরিকাঠামোগত সমস্যা ও স্বাস্থ্য, শিক্ষার অভাবে ভুগছে এই দেশ।
৮. ইয়েমেন - আর্থিক সমস্যায় জর্জরিত এই দেশটি বর্তমানে ১৪০ তম স্থানে অবস্থিত। দেশটিতে ভালো মানের শিক্ষার অভাবও রয়েছে যথেষ্ট।
৯. কমোরোস - ভারত মহাসাগরের এই ছোট্ট দ্বীপ বর্তমানে রাজনৈতিক অস্থিরতার শিকার। একইসঙ্গে এই দ্বীপটিতে আর্থিক উন্নয়নও যথেষ্ট সঙ্গীন অবস্থায় রয়েছে। প্রাকৃতিক উপাদানও এদের কাছে কম। এর স্থান ১৩৯ এ।
১০. তাঞ্জানিয়া - আফ্রিকার এই দেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও যথেষ্ট দরিদ্র। ১৩৮ তম স্থানে থাকা দেশটি বর্তমানে ভালো মানের স্বাস্থ্য ও শিক্ষার অভাবে ভুগছে।
সবচেয়ে অসুখী ১০ দেশের তালিকায় ভারত নেই। ভারতের বর্তমান স্থান ১১৮। আগে যা ছিল ১২৬। সেই তুলনায় ভারতের বেশ কিছুটা উন্নতি হয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে।