বাঁধের জল ছাড়ার কারণে, বন্যার পরিস্থিতি তামিলনাড়ুর সালেম জেলায় প্রবাহিত কাবেরী নদীতে। তিন-চারদিন ধরে আটকে একদল কুকুর। এমন পরিস্থিতিতে, তাদের উদ্ধারকার্যে নেমে, বিরিয়ানি খাইয়ে দারুণ নজির গড়েছে এনডিআরএফ, এসডিআরএফ সহ সেনাবাহিনী। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
বন্যা কবলিত এলাকায় এনডিআরএফ, এসডিআরএফ সহ সেনাবাহিনী উদ্ধার অভিযান চালিয়েছে। ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের অনেক জেলা। মেট্টুর বাঁধের জল ছাড়ার কারণে তামিলনাড়ুর সালেম জেলায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। একটি দ্বীপের মতো এলাকায় আটকে থাকা কুকুরের দলকে উদ্ধারের জন্য হাত বাড়িয়েড়িল প্রশাসন। প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন পরিষেবা সংস্থা জিওটেকনোভ্যালি এই মিশনের জন্য ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়োগ করেছিল।
আরও পড়ুন: (Bangladesh Protest: কেমন আছে ওপার বাংলা? ‘৩৬ জুলাই’-এর পরদিন ফোনে HT বাংলা শুনল সাধারণের কণ্ঠস্বর)
আসলে, প্রথমে একটি কুকুর আটকা পড়ার খবর পাওয়া গেলেও পরে জানা গিয়েছিল যে সাতটি কুকুর তিনদিন ধরে অভুক্ত ছিল। এরপর শুক্রবার ফায়ার ব্রিগেড বিভাগের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের কর্মীরা ড্রোনের মাধ্যমে ওই অসহায় অবলা প্রাণীগুলোর কাছে বিরিয়ানি পৌঁছে দিয়েছিলেন। জলের প্রবল প্রবাহের কারণে ড্রোনের মাধ্যমে তাদের কাছে খাবার পাঠানো হয়েছিল।
ভাইরাল ভিডিয়োটি এখানে দেখুন
ভিডিয়োটি দেখে প্রশংসা করেছেন নেটিজেনরা। তবে, তাঁদের এক অংশের দাবি যে গেট খোলার আগে ওই গেট ওপেনারদের উচিত ছিল যে পথে জল যাবে, তার চারপাশ দেখে নেওয়া।
আরও পড়ুন: (Hiroshima Day: দুঃস্বপ্নের ৭৯ বছর, কিন্তু তাও কেন পালন করা হয় হিরোশিমা দিবস)
ড্রোন ব্যবহার করে উদ্ধারকার্য
রবিবার ড্রোনের মাধ্যমে ওই কুকুরগুলোকে উদ্ধার করার কথা জানিয়েছিল প্রশাসন। কুকুরগুলোকে বাঁচাতে একটি খাঁচা তৈরি করা হয়েছিল, যার মধ্যে প্রাণীগুলোকে তুলে নিয়ে উদ্ধার করা সম্ভবপর হবে।
আরও পড়ুন: (Hum Aapke Hai Koun: কোথায় হারিয়ে গেল ‘হাম আপকে হয় কৌন ’- এর টাফি? উত্তর কিন্তু বেশ মজাদার)
কুকুরগুলো এমন মর্মান্তিক পরিস্থিতি শিকার হল কীভাবে
তথ্য অনুসারে, বাঁধ থেকে জল ছাড়ার সময় কিছু লোক কুকুরগুলোকে তাড়ানোর চেষ্টা করলে কুকুরগুলো পালানোর পরিবর্তে শুষ্ক নদীর দিকে চলে গিয়েছিল, কিন্তু জলের গতি বেশি থাকায়, কুকুরগুলি সেখান থেকে পালিয়ে যেতে গিয়ে আটকে গিয়েছিল।