বাংলা নিউজ > টুকিটাকি > Year Ender 2021: কোভিড তো ছিলই, তার সঙ্গে ২০২১ সালে চিকিৎসকদের চিন্তায় ফেলেছে আর কোন কোন অসুখ

Year Ender 2021: কোভিড তো ছিলই, তার সঙ্গে ২০২১ সালে চিকিৎসকদের চিন্তায় ফেলেছে আর কোন কোন অসুখ

কোভিড ছাড়া আর কোন কোন অসুখ চিন্তা বাড়ালো এই বছরে? (ফাইল ছবি)

শুধু কোভিডই একা মারাত্মক হয়ে ওঠেনি এই বছর, আরও কয়েকটি অসুখও চিকিৎসকদের চিন্তায় ফেলেছে।

বছর শেষ হতে চলল। হাতে মাত্র কয়েকটি দিন। প্রায় দু’বছর হতে চলল স্বাস্থ্যবিষয়ক সব আলোচনাই ঘুরেফিরে কোভিড-কেন্দ্রিক হয়ে পড়েছে। কিন্তু তার পরেও মনে রাখতে হবে এমন কয়েকটি অসুখের কথা, যেগুলি নতুন করে চিন্তায় ফেলল ২০২১-এ এসে। আগামী বছরগুলিতেও সেগুলি আমাদের সঙ্গী হওয়ার আশঙ্কা রয়েছে— বলছেন চিকিৎসকরা। 

কোভিড ছাড়া আ কোন কোন অসুখ ২০২১ সালে বহু মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল? রইল তালিকা।

  • মিউকরমাইকোসিস: কোভিডের হাত ধরেই ২০২১ সালে মারাত্মক আকার নিয়েছিল ছত্রাকঘটিত এই অসুখ। প্রচলিত নাম ‘ব্ল্যাক ফাংগাস’। কোভিডের চিকিৎসায় যাঁদের স্টেরয়েড নিতে হয়েছে এবং ইতিমধ্যেই যাঁদের ডায়াবিটিসের সমস্যা রয়েছে, তাঁদর এই অসুখের আশঙ্কা বেশি। তেমনই জানিয়েছিলেন চিকিৎসকরা। এই অসুখে নাক থেকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে চোখে, গলায়, ফুসফুসে এবং মস্তিষ্কে। প্রাণঘাতী হয়ে ওঠার আশঙ্কাও আছে। এই মুহূর্তে এর সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও চিকিৎসকদের কড়া নজর রয়েছে এর উপর।
  • অ্যাভাসকুলার নেক্রোসিস: এটিও কোভিডের কারণেই মাথাচাড়া দিয়ে উঠেছে। কোভিডের কারণে অনেকের হাড়ের টিস্যুতে রক্ত চলাচলের পরিমাণ কমে গিয়েছে। তাঁদের হাড় ভঙ্গুর হতে শুরু করেছে। এবং শেষ পর্যন্ত সেই হাড় ভেঙেও গিয়েছে। এর প্রধান সমস্যা, প্রাথমিক অবস্থায় এটি টের পাওয়া যায় না। যখন টের পাওয়া যায়, তত ক্ষণে হাড়ের অনেক ক্ষয় হয়ে যায়। চলতি বছরে এই রোগটিও বিপদে ফেলেছে অনেককে।
  • মাল্টিসিসটেম ইনফ্লেমেটরি সিন্ড্রম (এমআইএস): শিশুদের মধ্যে কোভিডের প্রভাব কম পড়েছে। কিন্তু কিছু শিশু এমআইএস-এ আক্রান্ত হয়েছে। হৃদযন্ত্র, ফুসফুস, কিডনি, মস্তিষ্ক, চোখ— এই অঙ্গগুলিতে মারাত্মক প্রভাব ফেলে অসুখটি। আক্রান্ত শিশুর জীবনসংশয় পর্যন্ত হতে পারে। চলতি বছরে বহু শিশুই এই সমস্যায় আক্রান্ত হয়েছে।
  • রক্ত জমাট বাঁধা এবং হৃদরোগ: প্রতি বছরই হৃদরোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। মানসিক চাপ, হরমোনের সমস্যার মতো কারণকে এ জন্য দায়ী করছেন চিকিৎসকরা। ২০২১ সালও এর ব্যতিক্রম নয়। এ বছর হৃদরোগ মারাত্মক আকার নিয়েছে। তার সঙ্গে কোভিডের কারণে বেড়েছে রক্ত জমাট বাঁধার সমস্যা। সব মিলিয়ে এই বছরের হৃদরোগের পরিসংখ্যানও চিকিৎকদের দুশ্চিন্তায় রেখেছে। 
  • ডেঙ্গি: কোভিডের মতো মারাত্মক আকার না নিলেও চলতি বছরে অস্বস্তি বাড়িয়েছে মশার উৎপাত। সারা দেশেই মশার কারণে বেড়েছে ডেঙ্গি। পেশি এবং হাড়ের সংযোগস্থলে ব্যথা, জ্বর, গায়ে লাল-লাল দাগ— এগুলিই এই অসুখের প্রাথমিক লক্ষণ। অসুখ বাড়াবাড়ি জায়গায় পৌঁছলে অনেকেরই মাড়ি, মুখ, নাক, কান থেকে রক্তপাত হতে পারে। এর কারণ শরীরে অণুচক্রিকার অভাব। ডেঙ্গি নিয়েচিন্তায় থেকেছেন চিকিৎসকরা।

টুকিটাকি খবর

Latest News

IPL 2024 Points Table: GT-কে হারিয়ে এক লাফে ছয়ে উঠল DC, পতন হল শুভমনদের ভাটপাড়ায় উদ্ধার তাজা বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ, একে অপরকে নিশানা পার্থ-অর্জুনের ‘‌এক বছর, এক প্রধানমন্ত্রী ফর্মুলা বানাচ্ছে ইন্ডিয়া জোট’‌, আশঙ্কা প্রকাশ মোদীর বিদ্যুৎ বাঁচাতে হাঁসফাঁস গরমে কত ডিগ্রিতে রাখতে হবে এসি? পরামর্শ দিলেন মমতা লন্ডন-আবু ধাবি নয়, অনন্ত-রাধিকার বিবাহ বাসর বসবে অন্য এক রূপকথার শহরে! ইংরেজিতে দুর্বল হওয়ায় ভালো পরীক্ষা দিতে পারেননি, আত্মঘাতী মেডিক্যালের ছাত্রী এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নাকি প্রেম করছেন,সচিনের কোলের মেয়েটিতে চিনতে পারলেন লোকসভা ভোট কোন রাজ্যে কটা আসন পাবে বিজেপি? গুণে গুণে বলে দিলেন মমতা শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC আজব টুইস্ট!এই কেন্দ্রে নিজের প্রার্থী ছেড়ে অন্য দলের প্রার্থীকে ভোটের আপিল কংএর

Latest IPL News

শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.