বাংলা নিউজ > টুকিটাকি > Debit Card's Worth Plastic in Stomach: প্রতি সপ্তাহে একটি করে ডেবিট কার্ড খাচ্ছেন আপনি, জানতেও পারছেন না

Debit Card's Worth Plastic in Stomach: প্রতি সপ্তাহে একটি করে ডেবিট কার্ড খাচ্ছেন আপনি, জানতেও পারছেন না

 একটি করে কার্ড প্রতি সপ্তাহে আপনার পেটে যাচ্ছে।

কিছুতেই ওজন কমছে না? তার কারণ ধরতে পারছেন না? বিশেষজ্ঞরা বলছেন, এর কারণ হতে পারে ওই ‘কার্ড’টি। 

ডায়েট বদলাচ্ছেন, শরীরচর্চা করছেন, অতিরিক্ত তেলের খাবার খাচ্ছেনই না— তবু ওজন কমছে না? এর বড় কারণ হতে পারে সপ্তাহে একটি করে ডেবিট বা ক্রেডিট কার্ড খেয়ে ফেলা। তাও পুরোপুরি না জেনে।

কী ভাবছেন? পুরোটাই রসিকতা?

বিষয়টা আদপেও তা নয়। বরং এটি এমন একটি বিষয়, যা ঘোর আতঙ্কিত করেছে বিজ্ঞানীদের। কী দেখেছেন তাঁরা?

হালে Medical University of Vienna-র চিকিৎসকরা মানুষের বিপাকক্রিয়া নিয়ে একটি গবেষণা চালাতে গিয়ে তাঁরা অদ্ভুত তথ্য আবিষ্কার করেছেন। দেখা গিয়েছে, প্রায় প্রত্যেক মানুষের পাকস্থলী ভরে গিয়েছে গুঁড়ো প্লাস্টিকে।

কতটা প্লাস্টিক যাচ্ছে শরীরে?

গবেষণা বলছে, প্রতি সপ্তাহে যে পরিমাণ প্লাস্টিক পেটে যাচ্ছে, তা দিয়ে তৈরি হয়ে যায় একটি ক্রেডিট বা ডেবিট কার্ড।

কীভাবে পেটে যাচ্ছে এই প্লাস্টিক?

বিজ্ঞানীরা বলছেন, বেশ কয়েকটি সূত্র থেকে এই প্লাস্টিক শরীরে ঢুকে থাকতে পারে। সেগুলি হল:

  • প্লাস্টিকের জলের বোতল
  • প্লাস্টিকের র‌্যাপারে মোড়া খাবার
  • প্লাস্টিকের কৌটো বা বাক্সে রাখা খাবার

কী হচ্ছে এর ফলে?

বিজ্ঞানীরা বলছেন, এর ফলে বিপাক হার তীব্রভাবে কমে যাচ্ছে। রক্তেও মিশছে প্লাস্টিকের কণা। এর ফলে ওজন বাড়ছে। কিন্তু সেটিই শুধু নয়, মারাত্মক ক্ষতি হচ্ছে শরীরেরও।

কীভাবে মুক্তি পাওয়া যাবে এই সমস্যা থেকে?

বিজ্ঞানীরা বলছেন, প্রচুর পরিমাণে জল খেলে পাকস্থলী এবং খাদ্যনালীতে আটকে থাকা প্লাস্টিক কিছুটা বেরিয়ে যেতে পারে। কিন্তু সেটি ১০০ শতাংশ সুফল নাও দিতে পারে। হয়তো কোনও ভাবেই পেটে জমে যাওয়া প্লাস্টিক থেকে মুক্তি পাওয়া যাবে না। এমন আশঙ্কাও করছেন বিজ্ঞানীরা। এর ফলে ভবিষ্যতে মারাত্মক বিপদের আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছেন তাঁরা।

বন্ধ করুন