নিতান্তই স্টুপিড জিনিস সার্চ করে মহা বিপাকে যুবক। সরাসরি কাজ থেকেই বের করে দিল কোম্পানি। কাজ না করে কাজের কম্পিউটারে বসেই এমন এক বিষয় গুগল করে বসলেন যে চাকরিটিও বাঁচাতে পারলেন না ২৬ বছর বয়সী যুবক। কাজ থেকে ছাড়ানোর আগে, তাঁকে অফিসে ডেকে বস জানান, কাজের সময় এমন জিনিস অনুসন্ধান করা একদমই উচিত নয়।
আসল ঘটনাটি কী ঘটেছে
সবেমাত্র তিন মাস হয়েছিল কাজে ঢুকেছিলেন যুবক। নাম তাঁর জোশ উইলিয়ামসের। গ্রাহক পরিষেবা এডমিনিষ্ট্রেটর হিসাবে পেয়েছিলেন চাকরি। কিন্তু হাতের লক্ষ্মী পায়ে ঠেলে বসেছিলেন যে সার্চটি করে, তা হল, দ্য মিরর অনুসারে জানা গিয়েছে 'টার্কি দাঁত' এবং 'সাইমন কাওয়েলের খারাপ বোটক্স' এর মতো বিষয় সার্চ করেছিলেন তিনি।
আরও পড়ুন: (October Solar Eclipse: সূর্যগ্রহণের সময় দৃশ্যমান 'রিং অফ ফায়ার' আসলে কী? ভারতে থেকে কি দেখা গেল)
চাকরি হাতছাড়া হওয়ার প্রসঙ্গে তিনি জানিয়েছেন, আমার সত্যিই খুব খারাপ লেগেছে। আমার হাতে তখন পর্যাপ্ত কাজ ছিল না। আমাকে কোনও কাজ দেওয়া হয়নি, তাই আমি কোম্পানির কম্পিউটারে বসেই অনলাইনে সার্চ করছিলাম। নিছকই বোকা বোকা জিনিস সার্চ করছিলাম। যেমন সাইমন কাওয়েলের খারাপ বোটক্স। তাঁর এই কর্মকাণ্ড যে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনাকেই ক্ষতিগ্রস্থ করতে পারে, তা তিনি কখনও ভাবেননি।
এই ঘটনারই একটি ভিডিয়ো বানিয়ে টিকটকে শেয়ার করেছিলেন উইলিয়ামস। কেন এই ভিডিয়ো বানিয়েছেন জিজ্ঞাসা করা হলে, তাঁর দাবি যে চাকরি ছিল না। টাকা ছিল না। ভাড়া দিতে পারিনি। তাড়াতাড়ি আমার বিল এবং ভাড়া দিতেও হতো। আর যেহেতু আমার কোনপ আয় ছিল না, আমি ভেবেছিলাম একমাত্র বিকল্প হল টিকটক, তাই আমি সেখানে পোস্ট করার সিদ্ধান্ত নিই।যাইহোক, টিকটক-এ পোস্ট করা ভিডিয়ো থেকে প্রায় ৫০,০০০ টাকা উপার্জন করেছেন তিনি। তাঁর আর্থিক সমস্যা এখন কিছুটা হলেও মিটেছে।
আরও পড়ুন: (Durga Puja 2024: আজও চণ্ডীমঙ্গলের আসর বসে বালুরঘাটের এই পুজোয়, গ্রামবাংলার আসল আমেজ এখানেই)
এখন কী করছেন উইলিয়ামস
উইলিয়ামস এখন খাদ্য ইন্ডাস্ট্রিতে সাপ্লাই চেইন কোঅর্ডিনেটর হিসাবে কাজ করছেন। যাইহোক, তিনি ভবিষ্যতে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ক্যারিয়ার গড়তে চান।