বাংলা নিউজ > টুকিটাকি > YouTuber Died In Horrific Crash: ৩০০ কিলোমিটার গতির স্বপ্ন কেড়ে নিল প্রাণ! বাইক দুর্ঘটনায় মৃত্যু ইউটিউবারের

YouTuber Died In Horrific Crash: ৩০০ কিলোমিটার গতির স্বপ্ন কেড়ে নিল প্রাণ! বাইক দুর্ঘটনায় মৃত্যু ইউটিউবারের

YouTuber অগস্ত্য চৌহান

YouTuber Died In Bike Accident: স্বপ্ন ছিল বিশাল গতি বাইক চালানোর। স্বপ্নই কেড়ে নিল জনপ্রিয় YouTuber-এর প্রাণ। 

ছোট থেকেই বাইকের প্রতি আগ্রহ ছিল। স্বপ্ন ছিল জোরে, আরও জোরে বাইক ছোটাবেন। সেই স্বপ্ন নিয়েই একের পর এক বাইক কিনতেন তিনি। শেষ পর্যন্ত ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে ছোটার স্বপ্নই কেড়ে নিল YouTuber-এর প্রাণ। অল্প বয়সেই দুর্ঘটনায় মৃত্যু হলে অগস্ত্য চৌহানের। বুধবার ঘটনাটি ঘটেছে যমুনা এক্সপ্রেসওয়ের কাছে। 

দেরাদুনের বাসিন্দা অগস্ত্যর নেশা ছিল বাইক চালানো। এই বিষয়টি নিয়েই তিনি তৈরি করেছিলেন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং একটি ইউটিউব চ্যানেল। শুধু চ্যানেল বা অ্যাকাইন্টের অস্তিত্বই ছিল না, দু’টিই বেশ জনপ্রিয়। ‘Pro Rider 1000’ নামের তাঁর ইউটিউব চ্যানেল প্রায় ১২ লক্ষ সাবস্ক্রাইবার। সকলেই নিয়মিত অগস্ত্যর বাইক চালানোর ভিডিয়ো দেখতে চাইতেন। শুধু নিজে নয়, কখনও কখনও অন্যের ভিডিয়োও তিনি নিজের অ্যাকাউন্টে ফিচার করতেন। এমনকী বাবাকে দিয়েও বাইকের রিভিউ রেকর্ড করিয়েছিলেন। সব মিলিয়ে তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। কিন্তু গতির পরিমাণ বাড়ানোর স্বপ্নই শেষ পর্যন্ত কেড়ে নিল তাঁর প্রাণ।

(আরও পড়ুন: মোবাইল ফোন নিয়ে টয়লেটে যাওয়ার অভ্যাস করে ফেলেছেন? কী বিপদ ডেকে আনছেন)

জানা গিয়েছে, বুধবার আগ্রা থেকে দিল্লি আসছিলেন অগস্ত্য। গোটা পথটাই তিনি অত্যন্ত দ্রুত বাইক চালাচ্ছিলেন। কাওয়াসাকি কোম্পানির যে বাইকটি তিনি চালাচ্ছিলেন, সেটির গতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। আর সেই গতিতেই বাইক চালানোর চেষ্টা করেন তিনি। তাতেই শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে থাকেনি বাইক। সেটি ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে। তাতেই হেলমেট ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তাঁর। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় অগস্ত্যর। 

বিশেষজ্ঞদের থেকে জানা গিয়েছে, কাওয়াসাকি কোম্পানির এই বিশেষ মডেলের সুপারবাইকটি ০ থেকে ১০০ কিলোমিটার ঘণ্টার গতিতে যেতে সময় নেয় মাত্র ৩ সেকেন্ড। আর ২০০ কিলোমিটারে যেতে সময় নেয় ১০ সেকেন্ড। অনেক পেশাদার এবং অভিজ্ঞের মতেই রাস্তা একদম খালি এবং মখমলের মতো না হলে এই ধরনের বাইক ৩০০ কিলোমিটার গতিতে নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন। এমনকী পেশাদারদের পক্ষেও এটি চ্যালেঞ্জের। সেখানে এমন রাস্তায় অগস্ত্যর মতো মানুষের পক্ষে তা আরও কঠিন হয়ে গিয়েছিল। আর সেই কারণেই অকালে প্রাণ দিতে হল তাঁকে। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন