বাংলা নিউজ > টুকিটাকি > Zero Shadow Day: কোনও ছায়া পড়বে না এদিন, বিরল ঘটনার সাক্ষী থাকতে চলেছে ভারতের এই শহর

Zero Shadow Day: কোনও ছায়া পড়বে না এদিন, বিরল ঘটনার সাক্ষী থাকতে চলেছে ভারতের এই শহর

ছায়াহীন একটি দিন

Zero Shadow Day: এমন এক মুহূর্ত আসতে চলেছে, যখ কোনও ছায়া পড়বে না। কী করে ঘটবে এমন ঘটনা? জেনে নিন। 

শুনে বিষয়টিকে ভৌতিক বলে মনে হতে পারে। কিন্তু ঘটনাটি সত্যি। এমন এক মুহূর্ত আসতে চলেছে, যখন নাকি কোনও ছায়া পড়বে না। আর সেটি ঘটবে আগামিকাল অর্থাৎ ২৫ এপ্রিল। ঘটনাটি ঘটতে চলেছে বেঙ্গালুরুতে।

কী ঘটবে সেখানে? দিনের একটি বিশেষ সময়ে, এই শহরে মাটির সঙ্গে নব্বই ডিগ্রিতে অর্থাৎ উলম্ব ভাবে দাঁড়িয়ে থাকা কারও ছায়া পড়বে না। কোনও প্রাণী, কোনও বস্তু নয়— কারও ছায়াই দেখা যাবে বিশেষ মূহূর্তে। আর এই বিশেষ মুহূর্তটিকে উদযাপন করার জন্য Indian Institute of Astrophysics-এর তরফে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

(আরও পড়ুন: আয়ুর্বেদ বলছে, বহু রোগের দাওয়াই এই ফলগুলি, নিয়ম করে কীভাবে খাবেন)

(আরও পড়ুন: বাচ্চার বুদ্ধি বাড়াতে চান? দেখে নিন খাবারে কোন ৫ জিনিস অবশ্যই রাখবেন)

কেন এমন ঘটনা ঘটছে? বিজ্ঞান বলছে, কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখার মধ্যবর্তী অংশে এমন ঘটনা ঘটতে পারে। বেঙ্গালুরুর ক্ষেত্রেও সেটিই হচ্ছে। এখানে ২৫ এপ্রিল এবং ১৮ অগস্ট এই ঘটনা ঘটছে। এর পিছনে রয়েছে সূর্যের অবস্থানের কারণ। সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে, তখন মাটির সঙ্গে ৯০ ডিগ্রিতে থাকা কোনও বস্তুর ছায়া দেখা যায় না। সেটি বস্তুর তলায় ঢেকে যায়। আর সেই কারণেই একে বলা হয় ছায়াহীন অবস্থা। যে দিনে এটি ঘটে, সেটিকে ছায়াহীন দিন বা Zero Shadow Day বলা হয়। 

(আরও পড়ুন: পেয়ারা খেতে ভালোবাসেন? সকলের কিন্তু এই ফল খেতে নেই, কারা খাবেন না? তালিকা দেখুন)

(আরও পড়ুন: গরমে বাড়তে পারে ডায়াবিটিসের সমস্যা, কয়েকটি খাবার খেয়েই কমাতে পারেন ব্লাড সুগার)

এই বিরল মুহূর্ত উদযাপনের জন্য Indian Institute of Astrophysics-এ তরফে এদিন আলোচনাচক্রের আয়োজন করা হয়েছে। কীভাবে সূর্যের অবস্থান বদলের সঙ্গে সঙ্গে ছায়ার অবস্থাও পালটে যায়, তা হাতেকলমে পরীক্ষা করেও দেখানো হবে এখানে। এদিন দুপুর ১২টা ১৭ মিনিটে ঘটনা ঘটবে বলে জানানো হয়েছে। তবে তার আগে থেকেই শুরু হবে আলোচনাসভা। 

(আরও পড়ুন: চ্যাটজিপিটির সঙ্গে টক্কর দিতে চলে এল গুগল বার্ড! কোন কোন সুবিধা থাকছে এতে)

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন