শহুরে জীবনকে আরও সহজ করে তুলেছে একাধিক ফুড ডেলিভারি অ্যাপ৷ অথচ অনলাইনে অর্ডার করা খাবারগুলো বাড়িতে এসে যাঁরা ডেলিভারি দিয়ে যান, তাঁদের আর্থিক অবস্থা এমন কিছু ভালো হয়নি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে এমনই প্রমাণ মিলেছে। যেখানে দেখা গিয়েছে যে মাত্র ২০ টাকা উপার্জনের জন্য ঠিক কতটা পরিশ্রম করা জরুরি হয়ে পড়ে।
ডেলিভারি বয়-এর এই ভিডিয়ো ভাইরাল হয়েছে
সবার মনে একটা প্রশ্ন সব সময়ই থাকে যে এই ফুড ডেলিভারি এজেন্টরা খাবার ডেলিভারির জন্য কত টাকা আয় করেন? সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্কিত একটি ভিডিয়ো ক্রমশ ভাইরাল হয়ে চলেছে, যেখানে একজন জোম্যাটো এজেন্ট পুরো সত্য বলেছেন। খাবারের অর্ডার নেওয়া থেকে শুরু করে খাবার পৌঁছে দেওয়ার পর্যন্ত ঠিক কতটা পরিশ্রম করতে হয়, সবটাই দেখিয়েছেন তিনি।
আরও পড়ুন: (Maruti Suzuki Fronx: জাপানের বাজারে লঞ্চ হবে 'মেড ইন ইন্ডিয়া' গাড়ি, রপ্তানি শুরু মারুতি সুজুকির)
ডেলিভারি এজেন্ট জানিয়েছেন যে তিনি একটি খাবার ডেলিভারির জন্য আধা ঘণ্টায় ২০ টাকা আয় করেন। @munna_kumarguddu নামে এক ব্যক্তি ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করেছেন। ভিডিয়োতে তিনি বলেছেন যে তিনি একটি ডেলিভারি অর্ডার পেয়েছেন। রেস্তোরাঁ থেকে খাবার নিয়ে ডেলিভারি দিতে হলে তাঁকে যেতে হবে ৬৫০ মিটার। এর পর তিনি রেস্টুরেন্টে গিয়ে ক্রেতার খাবারের অর্ডারটি নেন। অর্ডার প্রস্তুত হতে ১০ মিনিট সময় লেগেছে। এর পর তিনি পৌঁছে যান ডেলিভারি স্পটে। খাবার পৌঁছেও দেন। এর পরেই তিনি বলেছিলেন যে এত কিছু করে তিনি মাত্র আধ ঘণ্টায় ২০ টাকা উপার্জন করেছেন।
আরও পড়ুন: (IT কোম্পানির CEO-রা ফ্রেশারদের থেকে কত গুণ বেশি মাইনে পান, জানলে ভিরমি খাবেন!)
নেটিজেনরা কী বলছেন
এই ভিডিয়োটি ৭৭ হাজারের বেশি লাইক পেয়েছে। সেই সঙ্গে হাজার হাজার পোস্টে মন্তব্যও করেছেন অনেকে। নেটিজেনদের এক অংশের দাবি, এই ডেলিভারি বয়দের টিপ দেওয়া উচিত। আবার কয়েকজন ব্যবহারকারী বলেছেন যে এটি তাঁদের কাজের একটি অংশ মাত্র। একজন ব্যবহারকারী লিখেছেন – ড্রাইভারদের সবসময় টিপ দিন, অন্তত ১০ টাকা তো দিতে হবে। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, এমন কাজ করবেন না। কেউ আপনাকে জোর করছে না। আরও একজন ইউজার আবার একটু নির্মমভাবেই মন্তব্য করেছেন যে ভাই, আপনি তো শুধু বাইক চালিয়ে গন্তব্যে এলেন। আপনার কি কোনও বিশেষ দক্ষতা আছে যে আপনাকে লক্ষ টাকা দেওয়া হবে।