সোশ্যাল মিডিয়ায় কোনও বাকা মন্তব্য করেননি নিখিল। তবে তাঁর প্রোফাইলে নিঃসঙ্গতার ছাপ স্পষ্ট। জীবন নিয়ে একের পর এক ইঙ্গিতপূর্ণ বার্তা পোস্ট করে চলেছেন তিনি। যার সাম্প্রতিকতম সংযোজন নিঃসন্দেহে যথেষ্ট অর্থবহ। (ছবি-ইনস্টাগ্রাম)
শুক্রবার ইনস্টাগ্রামের দেওয়ালে নিখিল একটি ছবি পোস্ট করে লেখেন-'জীবনটা বুমেরাং-এর মতো, যা দেবে তা ফিরে আসবে'। কার উদ্দেশ্যে এই বার্তা নিখিলের? প্রশ্ন নেট নাগরিকদের মনে।
খাবার টেবিলে বসে আরও একটি ছবি পোস্ট করেছেন নিখিল। সেখানে ক্যাপশন- ‘বিষয় পালটায় না, শুধু নিজেদের দৃষ্টিভঙ্গি বদলে ফেলতে হয়’।
7/8
দিন কয়েক আগেই নুসরতের বোন নুজাত জাহানের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন নিখিল। বুঝিয়ে ছিলেন স্ত্রীর সঙ্গে মান-অভিমান পর্ব জারি থাকলেও জামাই হিসাবে নিজের কর্তব্য কিন্তু পালন করে চলেছেন তিনি। (ছবি-ইনস্টাগ্রাম)
8/8
সোশ্যাল মিডিয়ায় নিখিলের পাল্লা কিন্তু বেশ ভারি। মান-অভিমান পর্বটাও জিইয়ে রাখছেন নিখিল। সব মিলিয়ে এই পতি-পত্নী-ওহ'র গল্প এখন হটকেক সোশ্যালে।
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.