বাংলা নিউজ > কথা ও কাহিনি > ধু্ন্ধুমার দিল্লিতে, লালকেল্লায় পৌঁছাল কৃষকদের ট্র্যাক্টর মিছিল

ধু্ন্ধুমার দিল্লিতে, লালকেল্লায় পৌঁছাল কৃষকদের ট্র্যাক্টর মিছিল

  • কৃষক বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিল মধ্য দিল্লির আইটিও। পুলিশের সঙ্গে বিক্ষোভকারী কৃষকদের খণ্ডযুদ্ধ শুরু হয়। পাথর ছোড়েন বিক্ষোভকারীরা। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে। ভেঙে দেওয়া হয় ব্যারিকেড। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। তাতে কোনও লাভ হয়নি। বরং লালকেল্লার সামনে পৌঁছে যায় কৃষকদের ট্র্যাক্টর মিছিল।