বাংলা নিউজ > কথা ও কাহিনি > EURO 2020: ছুটছে ইতালির গাড়ি, লাইনচ্যুত এমবাপের ফ্রান্স, দ্বিতীয় রাউন্ডে নজর কাড়লেন কারা, কারা করলেন হতাশ?

EURO 2020: ছুটছে ইতালির গাড়ি, লাইনচ্যুত এমবাপের ফ্রান্স, দ্বিতীয় রাউন্ডে নজর কাড়লেন কারা, কারা করলেন হতাশ?

ইউরোর দ্বিতীয় রাউন্ডে বেশ কয়েকজন ফুটবলার ও কয়েকটি দল নিজেদের দক্ষতার পরিচয় দেওয়ার পাশাপাশি টুর্নামেন্টের ‘বড়’ দলগুলিকে সেয়ানে-সেয়ানে টক্কর দিয়ে তাক লাগিয়ে দিয়েছে। আবার কারুর পারফরম্যান্স হতাশ করেছে দর্শকদের। এক নজরে দেখে নিন মেগা টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে নজর কাড়লেন কারা, কারাই বা করলেন হতাশ।