#IndiaAgainstPropaganda- সচিন থেকে শাস্ত্রী,কৃষি আন্দোলন নিয়ে বিদেশিদের টুইটের নিন্দায় সরব ক্রিকেটাররা
Updated: 03 Feb 2021, 09:31 PM IST- শুরু করেছিলেন বলিউড সেলেবরা। তারপর ক্রিকেটাররাও সঙ্গীত শিল্পী রিহানা ও সমাজকর্মী গ্রেটা থানবার্গের টুইটের বিরুদ্ধে সরব হলেন। সরাসরি নাম না করে বললেন যে কৃষকদের সমস্যা আলোচনার মাধ্যমেই মিটবে। কোনও বিদেশির নাক গলানোর দরকার নেই। ঘুরে ফিরে এল #IndiaStandsTogether, #IndiaAgainstPropaganda হ্যাশট্যাগ।