নিজে আড়াই বছর শতরান পাননি। তবে তা নিয়ে বিপক্ষকে কটাক্ষ করতে ছাড়লেন না বিরাট কোহলি। ইংরেজ ব্যাটারের উদ্দেশে বিরাট বললেন, ‘নিজেকে ৭, ০ সংখ্যাদুটো বল।’
(IND vs ENG ম্যাচের লাইভ আপডেট দেখুন এখানে)
সোমবার এজবাস্টনে দ্বিতীয় ইনিংসে দারুণ শুরু করে ইংল্যান্ড। কোনওভাবেই উইকেট নিতে পারছিল না ভারত। অবশেষে ১০৭ রানে প্রথম উইকেট পড়ে। সেখান থেকে ১০৯ রানে তিন উইকেট খুইয়ে ফেলে ইংল্যান্ড। তারইমধ্যে ইংরেজ ব্যাটারদের উদ্দেশ্য করে বিরাট বলেন, ‘নিজেকে ৭, ০ সংখ্যাদুটো বল (আন্তর্জাতিক ক্রিকেটে ৭১ টি শতরান করেছেন বিরাট)।’ নেটিজেনদের মতে, ইংরেজ ব্যাটারদের খোঁটা দিতে সেই মন্তব্য করেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
বিরাটের উচ্ছ্বাস
সোমবার ইংল্যান্ডের তৃতীয় ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফেরেন অ্যালেক্স লিস। জো রুটের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান। তারপরই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিরাট। স্ট্রাইকার এন্ডের দিকে ঋষভ পন্তের পিছনের দিকে ছিলেন। সেখান থেকে তুমুল আগ্রাসনের সঙ্গে উচ্ছাস প্রকাশ করতে-করতে নন-স্ট্রাইকার এন্ডের দিকে চলে যান।
আরও পড়ুন: IND vs ENG: সাফল্যের রেসিপি থেকে সরে গিয়ে একাধিক ভুল - কোন কোন কারণে চতুর্থ দিনে চাপে ভারত?
যে আগ্রাসী মনোভাবে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। তাঁদের বক্তব্য, টেস্ট ক্রিকেটে আলাদা উন্মাচনার সঞ্চার করেছেন বিরাট। তাঁরা ভাগ্যবান যে কোহলিকে লাল বলের ক্রিকেটে দেখতে পাচ্ছেন। অপর একজন বলেন, 'বিরাট কোহলি, এই ফর্ম্যাটে চিরকল থেকে যান - চিরকাল। কী ব্যক্তিত্ব! দুর্ধর্ষ!'