1/11 International Women's Day 2022: ধুনকি থেকে জিদ্দি দিল, নারী দিবসের সেরা পাঁচ গানUpdated: 04 Mar 2022, 08:23 PM IST লেখক Rahul Majumder ৮ মার্চ, নারী দিবস। বিভিন্ন সময়ে দারুণ কিছু নারীকেন্দ্রিক ছবি দর্শকদের উপহার দিয়েছে বলিউড। সেই সব ছবি নারীদের তো বটেই পুরুষদেরও জীবন যুদ্ধের লড়াইয়ে উদ্বুদ্ধ করেছে পুরোদমে। তাই রইল বলিউডের একমুঠো গান যা নারীদের কেন্দ্র করে বা তাঁদের উদ্দেশ্যেই তৈরি। 2/11 3/11 বাদল পে পাও হ্যায়: যাকেবলে ব্যাকরণ মেনে ক্লাসিক নারীশক্তির জয়গান। 'চক দে ইন্ডিয়া' ছবির এই গানের গীতিকার ছিলেন জয়দীপ সাহানি এবং সুর দিয়েছিলেন সেলিম-সুলেমান। এই গানের মাধ্যমে বার্তা দেওয়া হয়েছিল জীবনের ছুড়ে দেওয়া সব চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এগিয়ে চলা। আরও বলা হয়েছিল,কঠিন সময়েও কাছের মানুষদের হাত না ছাড়ার বার্তা। 4/11 5/11 লাভ ইউ জিন্দেগি: আলিয়া ভাট অভিনীত 'ডিয়ার জিন্দেগি' ছবির এই গান আসলে সেইসব নারীদের জন্য যাঁরা নিজেদের জীবনে ধীরে ধীরে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাচ্ছেন। অমিত ত্রিবেদীর সুরে জসলিন রয়্যাল-এর গাওয়া এই গান ছিল ছবির মধ্যে লুকিয়ে থাকা বার্তার জন্য এক্কেবারে পার্ফেক্ট। এই ছবি সোচ্চারে বলে ওঠে অন্যদের গুরুত্ব দেওয়ার আগে নিজেকে ভালোবাসো। 6/11 7/11 জিদ্দি দিল: নারী দিবসের গানের প্লেলিস্ট-এ যে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত 'মেরি কম' ছবির 'জিদ্দি দিল' গানখানি থাকবে তা হলফ করে বলাই যায়। আর না থাকলে রাখতেই হবে। জবরদস্ত, প্রাণপ্রাচুর্যে ভরা এই গান যে উদ্দীপ্ত করবেই শ্রোতাকে, তা এককথায় নিশ্চিত। প্রশান্ত ইঙ্গলের লেখা এই গানটি গেয়েছিলেন বিশাল দাদলানি।(ছবি সৌজন্যে - ইউটিউব) 8/11 9/11 10/11 পিঙ্ক অ্যান্থেম: ২০১৬-তে মুক্তি পেয়েছিল অমিতাভ বচ্চন-তাপসী পান্নু অভিনীত ছবি 'পিঙ্ক'।বলিউডের ইতিহাসে অন্যতম সেরা নারীকেন্দ্রিক ছবি হিসেবে 'পিঙ্ক'-কে নির্বাচিত করেছে বহু ছবি সমালোচকের দল। সুতরাং এই ছবির অ্যান্থেম যে নারীবাদে পরিপূর্ণ হবে এতে আর আশ্চর্য কী। 11/11