সামনেই জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষা। টেনশন হচ্ছে অনেকেরই। কেমন হবে কে জানে! তবে এবার আগাম মাধ্যমিকের কন্ট্রোল রুম খুলে দিল পর্ষদ
1/6সামনেই মাধ্যমিক পরীক্ষা। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এবার পরীক্ষার সাতদিন আগেই চালু হয়ে গেল কন্ট্রোল রুম। পরীক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কোথাও কোনও সমস্যায় পড়লেই আপনি পর্ষদের কন্ট্রোল রুমে ফোন করতে পারেন। একাধিক হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। পরীক্ষার্থী, অভিভাবক, পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলের সুবিধার্থে এই ব্যবস্থা।
2/6ওই হেল্পলাইন নম্বরগুলি হল:- 91 33-2321-3872, 91 33-2359-2274। এছাড়াও প্রয়োজনে আপনি পর্ষদকে ইমেলও করতে পারেন। এই ইমেল হল-examwbbse@gmail.com।(ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
4/6এছাড়াও কলকাতায় কোথাও কোনও সমস্য়ায় পড়লে সেক্ষেত্রে কলকাতা আঞ্চলিক কার্যালয়ের নম্বরেও ফোন করা যেতে পারে। কলকাতা আঞ্চলিক কার্যালয়ের নম্বরটি হল- 9147135749, 8981833898। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/6পরীক্ষা ব্যবস্থায় কোথাও যাতে কোনও ত্রুটি না থাকে সেটা নিশ্চিত করার চেষ্টা করছে পর্ষদ। সব মিলিয়ে এবার কিছুটা আগেভাগেই কন্ট্রোল রুমও চালু হয়ে গেল। চালু হল হেল্পলাইনও। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/6এবার ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত হবে মাধ্যমিক পরীক্ষা। মাধ্য়মিক পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো সহ একাধিক পদক্ষেপ নিচ্ছে পর্ষদ (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)