নন্দীগ্রামে গিয়ে একেবারে ‘ঘরের মেয়ে’ হয়ে ওঠার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক মন্দির, মাজারে যাওয়ার ফাঁকে রাস্তার পাশে চা-দোকানে ঢুকে পড়েন তিনি। সেখানে স্থানীয়দের চা দিলেন। দেখুন সেই ভিডিয়ো -
2/6
নন্দীগ্রামে কর্মী সম্মেলন করেন তিনি। সেখানে পুরনো দিনের স্মৃতিচারণ করেন। বিজেপির আক্রমণের পালটা জবাব দেন। (ছবি সৌজন্য, টুইটার @BanglarGorboMB)
3/6
4/6
কর্মী সম্মেলনের পর চণ্ডী মন্দির, পারুল মন্দির, পীরস্থান মাজারে যান মমতা। শহিদ বেদিতে শ্রদ্ধাজ্ঞাপনও করেন। (ছবি সৌজন্য, টুইটার @BanglarGorboMB)
5/6
জানকীনাথ মন্দিরে যাওয়ার আগে রাস্তার ধারে একটি চা-দোকানে চলে আসেন মমতা। সেখানে নিজে চা খান। অন্যদেরও চা তৈরি করে দেন। (ছবি সৌজন্য ভিডিয়ো)
6/6
খোদ মুখ্যমন্ত্রীকে নিজের দোকানে দেখে উচ্ছ্বাস সামলে রাখতে পারছিলেন না সেই চা-দোকানের মালিক। মমতাকে বলেন, ‘আপনি আমার দোকানে এসেছেন, তাতেই আমি খুশি।’ (ছবিটি প্রতীকী, সৌজন্য, টুইটার @BanglarGorboMB)