আবারও গতি পাচ্ছে কৃষক আন্দোলন। ভারতীয় কিষান ইউনিয়নের (বিকেইউ) মুখপাত্র রাকেশ তিকাইতের আবেগতাড়িত আবেদনের পর শুক্রবার সকাল থেকে সিংঘু এবং তিকরি সীমান্তেও ভিড় করতে শুরু করেছেন কৃষকরা। তার জেরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
2/7
সেই পরিস্থিতিতে দুই সীমান্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)
Police presence continues at Singhu border (Delhi-Haryana border) as the farmers' agitation against the three farm laws continues. Latest visuals from the spot. pic.twitter.com/404XtyWnZS
তার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ভাষণের সময় কেঁদে ফেলেন ভারতীয় কিষান ইউনিয়নের (বিকেইউ) মুখপাত্র রাকেশ তিকাইত। তারপরই পালটে যায় কৃষক আন্দোলনের ছবি। প্রজাতন্ত্র দিবসে হিংসার পর যে আন্দোলন গতি হারাচ্ছিল, তা আবারও তীব্র হতে শুরু করেছে। বিক্ষোভে যোগ দিচ্ছেন কৃষকরা। (ছবি সৌজন্য পিটিআই)
7/7
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.