প্রেমদিবসেই বিয়ের পর্ব সেরে ফেললেন রুদ্রজিত্-প্রমিতা। শুরু করলেন জীবনের নতুন ইনিংস।
শেয়ার করুন
2/7
শেয়ার করুন
ভালবাসা দিবস অর্থাৎ ভ্যালেনটাইনস ডে-র দিন আংটি বদল সারলেন এই জুটি। সঙ্গে আইনি বিয়ের পর্বটাও মিটিয়ে নিলেন। শহরের কোলাহল থেকে দূরে পুরুলিয়াতে ডেস্টিনেশন এনগেজমেন্ট সারলেন দুজনে।
এনগেজমেন্ট সেরেমানির জন্য ওয়েস্টার্ন আউটফিটই বেছে নিয়েছিলেন দুজনে। প্রমিতার দেখা মিলল লাল গোলাপ প্রিনেন্ট পেইল পিঙ্ক গাউনে অন্যদিকে রুদ্র পরেছিলেন সাদা শার্ট আর বেগুনি রঙা স্যুট।