বাংলা নিউজ >
কথা ও কাহিনি >
ভিডিয়ো: উপস্থিত রোহিত থেকে শ্রেয়স, নাচে-গানে জমে গেল শার্দুল ঠাকুরের সঙ্গীত অনুষ্ঠান
1/7
ভিডিয়ো: উপস্থিত রোহিত থেকে শ্রেয়স, নাচে-গানে জমে গেল শার্দুল ঠাকুরের সঙ্গীত অনুষ্ঠান
Updated: 27 Feb 2023, 12:11 PM IST
লেখক Sanjib Halder
রবিবার এক জমকালো অনুষ্ঠানে মিতালি পারুলকারের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তারকা ভারতীয় ক্রিকেটার লর্ড শার্দুল ঠাকুর। এই বিয়ের জন্য সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ #BringMiHomeThakur প্রবণতা ছিল। বিয়ের আগে সঙ্গীত, হলদি এবং একটি আধুনিক থিমযুক্ত পুল পার্টির মতো ঐতিহ্যবাহী অনুষ্ঠান ছিল। শার্দুলের বন্ধু, ভক্ত ও সতীর্থরা বিয়ের ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা এবং কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার। কোরিওগ্রাফার ধনশ্রী বর্মা, কেকেআর টিম ম্যানেজমেন্টের সদস্য অভিষেক নায়ার এবং মুম্বইয়ের খেলোয়াড় সিদ্ধেশ লাডও শার্দুলের বিয়তে উপস্থিত ছিলেন।