বাংলা নিউজ > ঘরে বাইরে > অক্সিজেন কোথায়? জানা যাবে সহজেই, ট্যাঙ্কার পরিবহণের ক্ষেত্রে বড় ঘোষণা কেন্দ্রের

অক্সিজেন কোথায়? জানা যাবে সহজেই, ট্যাঙ্কার পরিবহণের ক্ষেত্রে বড় ঘোষণা কেন্দ্রের

অক্সিজেন বহনকারী ট্যাঙ্কারে লাগানো থাকবে জিপিএস (সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

অক্সিজেন পরিবহণ নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক।

অক্সিজেন পরিবহণ নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই বিষয়ে ঘোষণা করে জানিয়ে দেয় যে অক্সিজেন বহনকারী ট্যাঙ্কার বা ট্রেনকে জিপিএস-এর মাধ্যমে ট্র্যাক করা যাবে। অর্থাত্ অক্সিজেনটি কখন কোথায় রয়েছে, তা জানা যাবে অনায়াসে। এভাবে 'রিয়েল টাইম ট্র্যাকিং'-এর মাধ্যমে হাসপাতালগুলি প্রস্তুত থাকতে পারবে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন রাজ্যে অক্সিজেনের আকাল দেখা দিয়েছে। এই আবহে বিজেশ থেকে অক্সিজেন ট্যাঙ্কার আমদানি করা হচ্ছে। তবে এরই মাঝে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দেয়, দেশে অক্সিজেনের ঘাটতি নেই। তবে দেশে অক্সিজেন নিয়ে এই আকালের মূল কারণ, হাসপাতাল পর্যন্ত অক্সিজেনের পরিবহণ ব্যবস্থা।

স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ সচিব এদিন সংবাদ মাধ্যমকে বলেন, 'ভারতে পর্যাব্ত অক্সিজেন রয়েছে। কিন্তু মূল চ্যালেঞ্জ হল অক্সিজেন হাসপাতালে পৌঁছে দেওয়া। তবে এবার থেকে 'রিয়েল টাইম ট্র্যাকিং'-এর মাধ্যমে আমরা অক্সিজেন ট্যাঙ্কারের গতিবিধি নজরে রাখতে পারব। তার ফলে প্রস্তুত হতে পারবে হাসপাতালগুলি।'

এদিকে হাসপাতালগুলিকে কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অক্সিজেনের উপযুক্ত ব্যবহার করা হয় এবং অপচয় বন্ধ করা হয়। কোনও লিকেজ থাকলে তা বন্ধ করার কথাও বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব বলেন, 'অক্সিজেনের জন্য আতঙ্কিত হওয়ার কারণ নেই। আমরা অক্সিজেন পরিবহণের সমস্যা মেটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।'

 

বন্ধ করুন