বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘‌কেসি বেণুগোপালের জবাব কি যথেষ্ট ছিল না?’‌, গোয়ায় জোট প্রস্তাবে না কংগ্রেসের

‘‌কেসি বেণুগোপালের জবাব কি যথেষ্ট ছিল না?’‌, গোয়ায় জোট প্রস্তাবে না কংগ্রেসের

কংগ্রেস। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

কিন্তু তারপরও জোট নিয়ে ধোঁয়াশা অব্যাহত।

গোয়া বিধানসভা নির্বাচনে কী কংগ্রেস–তৃণমূল কংগ্রেস জোট হচ্ছে?‌ আরবসাগরের তীরে এখন এই প্রশ্ন ঢেউয়ের মতো অথাল–পাথাল করছে। কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গোয়ায় বিজেপির বিরুদ্ধে জোট গড়ার প্রস্তাব পাঠিয়ে তারা কংগ্রেসের জবাবের অপেক্ষায় রয়েছে। আর কংগ্রেস নেতৃত্বের পাল্টা দাবি, গোয়ায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনও জোট করা হচ্ছে না। কিন্তু তারপরও জোট নিয়ে ধোঁয়াশা অব্যাহত।

কংগ্রেস ভাঙিয়ে গোয়ায় নিজেদের সংগঠন গড়েছে তৃণমূল কংগ্রেস। আর বারবারই কংগ্রেসকে ‘অক্ষম’ আখ্যা দিয়ে এসেছে। কিন্তু এই অক্ষম কংগ্রেসের সঙ্গেই কোঙ্কন উপকূলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি বিরোধী জোট করতে চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। এই দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। এখন তাঁর অভিযোগ, দু’সপ্তাহ কেটে গেলেও কংগ্রেসের পক্ষ থেকে সাড়াশব্দ মেলেনি। কংগ্রেস অবশ্য দাবি করছে, গোয়ায় কংগ্রেস–তৃণমূলের জোট হবে না সেটা আগেই স্পষ্ট করেছিলেন এআইসিসি নেতা কে সি বেণুগোপাল।

গোয়ায় কংগ্রেসের ইনচার্জ পি চিদম্বরম সাফ জানান, গোয়ায় নির্বাচনী যুদ্ধ শুধুমাত্র বিজেপি আর কংগ্রেসের মধ্যে৷ সেখানে আম আদমি পার্টি বা তৃণমূল কংগ্রেসের মতো দলের জায়গা নেই৷ পাল্টা গোয়ায় তৃণমূল কংগ্রেসের ইনচার্জ মহুয়া মৈত্র টুইটে লেখেন, ‘‌প্রথমত, গোয়ায় বিজেপিকে হারাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে কংগ্রেসকে জোট গঠনের প্রস্তাব দিয়েছে৷ দ্বিতীয়ত, কংগ্রেস নেতৃত্ব জোট গঠনের বিবেচনা করতে সময় চেয়েছিল৷ এটা প্রায় দু’‌সপ্তাহ আগের ঘটনা৷ তৃতীয়ত, পি চিদম্বরমের হয়ত এই বিষয়ে কিছু জানা নেই৷ এই ধরনের বিবৃতি দেওয়ার আগে তাঁর কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলা উচিত৷’‌

এই বাদানুবাদের মধ্যে আজ রবিবার গোয়া কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা দীনেশ গুন্ডু রাও বলেন, ‘‌কে সি বেণুগোপালের জবাব কি যথেষ্ট ছিল না? আমি অবাক হচ্ছি এই ভেবে যে, মহুয়া মৈত্র নয়াদিল্লির কোনও নেতার জবাবের জন্য অপেক্ষা করছেন! বিজেপিকে হারাতে তৃণমূল কংগ্রেসের দুর্দান্ত পরিকল্পনা হল, গোয়ায় কংগ্রেসকে দুর্বল করে বিজেপি বিরোধী ভোটকে বিভাজন করে দেওয়া।’‌

এখানে শুরু থেকেই তৃণমূল কংগ্রেসের দাবি ছিল, কংগ্রেস গোয়ায় বিজেপির বিরুদ্ধে ঠিক মতো লড়ছে না। তাই তৃণমূল কংগ্রেসকে এই রাজ্যে নামতে হয়েছে। শুক্রবার দীনেশের পাল্টা টুইট করে মহুয়া মৈত্র লেখেন, ‘‌তৃণমূল কংগ্রেস গোয়ায় বিজেপিকে হারানোর প্রশ্নে আন্তরিক। এই নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানো রয়েছে। জবাবের অপেক্ষায় রয়েছি। টুইটারে কংগ্রেস নেতাদের সঙ্গে ছায়াযুদ্ধ করতে অনিচ্ছুক।’

ঘরে বাইরে খবর

Latest News

বয়স মাত্র ১ বছর ৪ মাস, রণবীর-আলিয়া কন্যা রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড' বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.