বাংলা নিউজ >
ঘরে বাইরে >
সেনা ধর্ম, লিঙ্গের নিরিখে বৈষম্য করে না- সুপ্রিম রায় প্রসঙ্গে সেনাপ্রধান
Updated: 21 Feb 2020, 12:54 PM IST
HT Bangla Correspondent
মহিলাদের স্থায়ী নিয়োগের সুপ্রিম নির্দেশকে স্বাগত... more
মহিলাদের স্থায়ী নিয়োগের সুপ্রিম নির্দেশকে স্বাগত জানালেন সেনাপ্রধান এম এম নার্ভানে। সেনাপ্রধান বলেন যে কোনও সৈন্যের বিরুদ্ধে ধর্ম বা লিঙ্গের নিরিখে বৈষম্য করা হয় না। সুপ্রিম নির্দেশ রূপায়ণে একটি রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে বলে জানান তিনি। সমস্ত মহিলা অফিসারকে চিঠি পাঠানো হবে যে তারা স্থায়ী নিয়োগে ইচ্ছুক কিনা। ১৯৯৩ সাল থেকে সেনাবাহিনীতে মহিলাদের নিয়োগ করা হচ্ছে বলে জানান নার্ভানে। সুপ্রিম কোর্টের আদেশের পর এই বিষয় স্পষ্টীকরণ এসেছে বলে জানান এম এম নার্ভানে।