বাংলা নিউজ > ঘরে বাইরে > বাদ সাধল আবহাওয়া, মার্কিন জাত্যাভিমানের মহাকাশ ছোঁয়ার প্রতীক্ষা দীর্ঘ হল আরওকিছু

বাদ সাধল আবহাওয়া, মার্কিন জাত্যাভিমানের মহাকাশ ছোঁয়ার প্রতীক্ষা দীর্ঘ হল আরওকিছু

In this Wednesday, May 27, 2020 image from video made available by SpaceX, NASA astronauts Bob Behnken, background left, and Doug Hurley sit in the Crew Dragon capsule as the launch from the Kennedy Space Center in Cape Canaveral, Fla., is aborted due to weather problems. (SpaceX via AP) (AP)

Nasa SpaceX Demo-2 অভিযানের যাবতীয় প্রস্তুতি সারা হয়ে গিয়েছিল। মহাকাশযানে নিজেদের আসনে বসে পড়েছিলেন ২ মহাকাশচারী ডগলাস হার্লে, রবার্ট বেনকেন। কিন্তু শেষ মুহূর্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কায় স্থগিত করা হয়।

সারা হয়ে গিয়েছিল যাবতীয় আয়োজন। হাজির ছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কিন্তু শে মুহূর্তে বাদ সাধল আবহাওয়া। স্থগিত হল স্পেসএক্স ড্রাগন ডেমো ২ লঞ্চ। এক দশক পর মার্কিন জাত্যাভিমানের মহাকাশছোঁয়ার অপেক্ষা দীর্ঘায়িত হল আরও কিছু। 

২০১১ সালে স্পেস সাটলগুলিকে অবসর দেওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশে মানুষ পাঠানোর একমাত্র উপায় রুশ সয়ুজ রকেট। সয়ুজে আসন ভাড়া করে এখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশচারীদের পাঠায় নাসা। সঙ্গে স্পেসএক্স ও বোয়িংয়ের সঙ্গে যৌথ উদ্যোগে তারা তৈরি করেছে নতুন প্রজন্মের মহাকাশযান। স্থানীয় সময় বুধবার বিকেলে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে তারই প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণের কথা ছিল। 

Nasa SpaceX Demo-2 অভিযানের যাবতীয় প্রস্তুতি সারা হয়ে গিয়েছিল। মহাকাশযানে নিজেদের আসনে বসে পড়েছিলেন ২ মহাকাশচারী ডগলাস হার্লে, রবার্ট বেনকেন। কিন্তু শেষ মুহূর্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কায় স্থগিত করা হয়। নাসার তরফে জানানো হয়, মহাকাশচারীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সম্ভবত আগামী শনিবার সন্ধ্যা ৭.২২ মিনিটে হবে এই উৎক্ষেপণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ঐতিহাসিক লঞ্চ দেখতে শনিবার ফের ফ্লোরিডা আসবেন তিনি। 

কেপ ক্যানাভেরালে মহাকাশযানের একটি যন্ত্রাংশে সই করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
কেপ ক্যানাভেরালে মহাকাশযানের একটি যন্ত্রাংশে সই করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  (AP)

বলে রাখি, ২০১১ সালে নাসা তার মহাকাশযান স্পেস শাটলগুলিকে অবসর দেয়। প্রায় ৩০ বছর ধরে একের পর এক সফল উড়ানের পর সেদেশের হ্যাঙার ও জাদুঘরগুলিতে পাকাপাকি বিশ্রামে যায় মানবসভ্যতার তৈরি অন্যতম সেরা যন্ত্রগুলি। তার পর থেকে মহাকাশে মানুষ পাঠানোর জন্য রাশিয়ার ওপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল হয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র। শীতযুদ্ধ অতীত হলেও প্রযুক্তির ক্ষেত্রে মার্কিনিদের রুশ নির্ভরতা কতটা অস্বস্তির তা ইতিহাসের ছাত্র মাত্রই জানেন। সেই নির্ভরতা কাটিয়ে উঠতে বেসরকারি সংস্থা স্পেসএক্সের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে নাসা। স্পেসএক্স আবার চুক্তি করেছে মার্কিন বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িংয়ের সঙ্গে। 

 

বন্ধ করুন