বাংলা নিউজ > ঘরে বাইরে > 'সৌরভ আসবেন জেনে অনুষ্ঠানে আসার লোভ সামলাতে পারিনি', শাহের মন্তব্যে বাড়ল জল্পনা

'সৌরভ আসবেন জেনে অনুষ্ঠানে আসার লোভ সামলাতে পারিনি', শাহের মন্তব্যে বাড়ল জল্পনা

অমিত শাহ এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। (ছবি সৌজন্য এএনআই)

বাড়তি গুঞ্জনের মাত্রা যোগ করলেন খোদ শাহ।

উপলক্ষ্য ছিল অরুণ জেটলির মূর্তি উন্মোচন। কিন্তু সেই অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রবিন্দু রয়ে রইলেন দু'জন - কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তাতে বাড়তি গুঞ্জনের মাত্রা যোগ করলেন খোদ শাহ।

সোমবার ৬৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিল্লির ফিরোজ শাহ কোটলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মূর্তি উন্মোচনের অনুষ্ঠান ছিল। যিনি ১৯৯৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) প্রেসিডেন্ট ছিলেন। অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান, বিজেপি সাংসদ গৌতম গম্ভীর, বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী-সহ ডিডিসিএ আধিকারিকরা। ছিলেন জেটলির পরিবারের সদস্যরাও।

সেখানে মূর্তির উন্মোচন করেন শাহ। সেই সময় শাহের পাশে দাঁড়িয়েছিলেন সৌরভ। সেই অনুষ্ঠানে নিজের ভাষণের সময় হালকা মেজাজে শাহ বলেন, ‘সৌরভ আসার কথা ছিল। গম্ভীরও আছেন। তারপর আমি নিজেকে সামলাতে পারলাম না। আমার লোভ হল যে অরুণজির মূর্তি উন্মোচনের অনুষ্ঠান আছে, সেই সুযোগ নেওয়া উচিত। আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছিলাম।’

সেই মন্তব্যের পর জল্পনা আরও আকাশচুম্বী হয়েছে। জল্পনা জিইয়ে রেখেছেন বঙ্গ বিজেপির নেতারাও। তারইমধ্যে ফিরোজ শাহ কোটলা থেকে বেরনোর সময় সৌরভকে প্রশ্ন করা হয়, তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা। তাতে কোনও মন্তব্য করেননি সৌরভ। তবে সকালে কলকাতা বিমানবন্দরে শাহী সাক্ষাতের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৌরভ বলেন, ‘কিচ্ছু কথা হবে না।’ একইসঙ্গে যোগ করেন, ‘আমি কি কারও সঙ্গে দেখা করতে পারি না?'

বন্ধ করুন