বাংলা নিউজ > ঘরে বাইরে > 'মিলিতভাবে নয়া সভাপতি খুঁজে নিন', নেতৃত্ব নিয়ে চিঠির জবাব সোনিয়ার

'মিলিতভাবে নয়া সভাপতি খুঁজে নিন', নেতৃত্ব নিয়ে চিঠির জবাব সোনিয়ার

কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী (ফাইব ছবি, সৌজন্য টুইটার)

আগামিকাল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক।

ঔরঙ্গজেব নকশবন্দী

তিনি আর কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে চান না। দলের নেতৃত্ব নিয়ে যে কংগ্রেস নেতারা চিঠি দিয়েছেন, মিলিতভাবে তাঁদেরই দলের প্রধান খুঁজে দেওয়া উচিত। এমনটাই জানিয়েছেন সোনিয়া গান্ধী। বিষয়টির সঙ্গে অবহিত নেতানেত্রীরা তেমনটাই বলেছেন।

নাম গোপন রাখার শর্তে এক বর্ষীয়ান কংগ্রেস নেতা জানিয়েছেন, সোনিয়া স্পষ্ট করে দিয়েছেন যে দলের মসনদে বসার তাঁর কোনও ইচ্ছা নেই। গত ১০ অগস্ট দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে যখন তাঁকে আরও একবার সভাপতি হওয়ার আর্জি জানানো হয়েছিল, তখনও তিনি সেই একই কথা বলেছিলেন। অসংখ্যবার জোরাজুরির পর অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছিলেন সোনিয়া। তবে শর্ত দিয়েছিলেন যে তাঁর পরিবর্তে দ্রুত কাউকে দলের মসনদে বসানো হবে।

গত লোকসভা কংগ্রেসের ভরাডুবির দলের সভাপতিত্ব ছেড়ে দিয়েছিলেন রাহুল গান্ধী। ওয়ার্কিং কমিটির বৈঠকে গান্ধী পরিবারের বাইরে থেকে কাউকে দলের শীর্ষপদে বসানোর পক্ষেও সওয়াল করেছিলেন। শেষপর্যন্ত সোনিয়াকে অন্তর্বর্তীকালীন সভাপতি পদে বসিয়ে সামাল দেওয়া হচ্ছিল। কিন্তু সেই মেয়াদও এক বছর পার হয়ে গিয়েছে। তারইমধ্যে নেতৃত্ব নিয়ে চিঠির জবাবে সোনিয়াও গান্ধী পরিবারের বাইরের কাউকে সভাপতি করার পরামর্শ দিয়েছেন বলে দাবি করেছেন ওই বর্ষীয়ান নেতা।

‘হিন্দুস্তান টাইমস’ জানতে পেরেছে, মাসখানেক ধরে চিঠির সলতে পাকানো হচ্ছিল। একাধিক নেতা ‘হিন্দুস্তান টাইমস’-কে জানিয়েছেন, চিঠির ক্ষেত্রে মূল উদ্যোগ নিয়েছিলেন রাজ্যসভার সাংসদ গুলাম নবি আজাদ এবং কপিল সিব্বল।

ঘরে বাইরে খবর

Latest News

‘‌তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে’‌, এনআইএ’‌র-বিজেপির গোপন বৈঠকের দাবি কুণালের নেই নির্বাচনী প্রচারের চাপ, কাশ্মীর বেড়াতে গিয়ে বরফে গড়াগড়ি খাচ্ছেন মিমি! ৭২ ঘণ্টার মধ্যে সাকেতকে ১১ টি নোটিশ পাঠাল আয়কর, মোদীকে তীব্র আক্রমণ TMC সাংসদের RCB-KKR লড়াইয়ের আগে উত্তেজনায় ফুটছেন প্রাক্তনীরা, কোহলি না গম্ভীর শেষ হাসি কার? দিল্লিতে পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠান, গেলেন না ভারতীয় আধিকারিকরা: Reports ‘ওই লোকটাকে দেখ বিচ্ছিরি দেখতে', নিজের ছবি দেখিয়ে এই ক্ষুদেদের গুলিয়ে দিলেন সৌরভ ভোটের আগে বকেয়া টাকা মেটাতে হবে, দাবিতে কমিশনে চিঠি পেট্রোল পাম্প মালিকদের আলাদা বিছানার কী দরকার!গদি পরেই ঘুরে বেড়াচ্ছেন উরফি, আবার শুয়েও পড়ছেন রাস্তায় হোলির পরই মহালক্ষ্মী রাজযোগ, বাড়বে ব্যবসা সঙ্গে সৌভাগ্য, ৩ রাশির হবে আর্থিক লাভ বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.