বাংলা নিউজ > ঘরে বাইরে > মাফিয়াদের মাটির ১০ ফুট নীচে পুঁতে দেওয়া হবে, হুঁশিয়ারি শিবরাজের

মাফিয়াদের মাটির ১০ ফুট নীচে পুঁতে দেওয়া হবে, হুঁশিয়ারি শিবরাজের

জব্বলপুরে এক মাফিয়ার অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। (ফাইল ছবি, সৌজন্য এএনআই)

মুখ্যমন্ত্রী বলেন, ‘আজকাল আমি বিপজ্জনক মুডে আছি।'

মধ্যপ্রদেশ ছাড়তে হবে। নাহলে মাফিয়াদের মাটির ১০ ফুট নীচে পুঁতে দেওয়া হবে। তাদের বিষয়ে কেউ ঘুণাক্ষরেও কিছু টের পাবেন না। মিলবে না কোনও খবর। এমনই হুঁশিয়ারি দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উদযাপনে শুক্রবার হোসাঙ্গাবাদের বাবাইয়ে গিয়েছিলেন বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘আজকাল আমি বিপজ্জনক মুডে আছি। কোনও সমাজবিরোধীকে রেয়াত করব না আমি।’

সেখানেই শেষ হয়নি শিবরাজের হুঁশিয়ারি। তিনি বলেন, ‘আমরা (রাজ্য সরকার) মাফিয়াদের বিরুদ্ধে কর্মসূচি নিয়েছি। যারা নিজেদের পেশি শক্তির আস্ফালন এবং প্রভাব বিস্তার করে বাড়ি, আবাসন তৈরি করেছে। মধ্যপ্রদেশ ছেড়ে দাও, নাহলে আমি তোমাদের জমির ১০ ফুট নীচে পুঁতে দেব এবং তোমাদের পরিণতির বিষয়ে কেউ ঘুণাক্ষরেও টের পাবেন না।’

শিবরাজ জানান, প্রয়াত প্রধানমন্ত্রী বাজপেয়ীকে শ্রদ্ধা জানিয়ে গোয়ালিয়রে স্মারক তৈরি হবে। সেখানে তাঁর জীবন, ব্যক্তিত্ব এবং কাজকর্ম ফুটিয়ে তোলা হবে। আর সেই বাজপেয়ীর দেখানো পথে হেঁটে মধ্যপ্রদেশে সুশাসন প্রতিষ্ঠা করা হচ্ছে বলে দাবি করেন শিবরাজ। 

তিনি বলেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারীজির দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে রাজ্যে সুশাসন নিশ্চিত করা হচ্ছে। গুন্ডা-সমাজবিরোধীদের নয়, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।’ সঙ্গে সুশাসনের ব্যাখ্যা দিয়ে শিবরাজ বলেন, ‘কোনওরকম ঘুষ ছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে জনগণের কাছে সরকারের পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করাই হল সুশাসন। যা হচ্ছে মধ্যপ্রদেশে।’

বন্ধ করুন