জন্মাষ্টমীর দিন সুপ্রিম কোর্টে শুনানি চলছিল। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তির আর্জি ছিল, জেল থেকে দেওয়া মুক্তি দেওয়া হোক। আর সেই আর্জিতে কিছুটা হালকা মেজাজে প্রধান বিচারপতি এস এ বোবদে মন্তব্য করেন, যেদিন ভগবান কৃষ্ণ জেলে জন্মেছিলেন, সেদিন তুমি জেল থেকে বেরোতে চাইছ!
খুনের দায়ে যাবজ্জীবন সাজায় দণ্ডিত হয়েছেন কংগ্রেস (আই) কর্মী ধর্মেন্দ্র বালবিকে। ১৯৯৪ সালে এক বিজেপি নেতাকে খুনের ঘটনায় অভিযুক্ত ধর্মেন্দ্র-সহ পাঁচ কংগ্রেস (আই) কর্মী। সেই ঘটনায় তাঁরা দোষী সাব্যস্ত হন এবং নিম্ন আদালতে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। ২০১৭ সালের সেপ্টেম্বরে সেই সাজা বহাল রাখে বম্বে হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আর্জি জানায় ধর্মেন্দ্র।
সেই গুরুগম্ভীর শুনানির সময় মজার ছলে দণ্ডিতের আইনজীবীকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, 'তুমি জামিন চাও নাকি জেল? আজ ভগবান কৃষ্ণ জেলে জন্মেছিলেন। তুমি জেল ছাড়তে চাও?'
সেই প্রশ্নে হ্যাঁ-বাচক উত্তর পান প্রধান বিচারপতি। তারপর তিনি বলেন, ‘ভালো। ধর্মের সঙ্গে তুমি খুব অত্যন্ত যুক্ত নও।’ পরে অবশ্য ধর্মেন্দ্রের জামিনের আর্জি মঞ্জুর করেন প্রধান বিচারপতি।