বাংলা নিউজ > ঘরে বাইরে > 'অপরাধীদের মতো আচরণ পুলিশের', অভিযোগ জামিয়া পডু়য়াদের, দায়ের ২টি এফআইআর

'অপরাধীদের মতো আচরণ পুলিশের', অভিযোগ জামিয়া পডু়য়াদের, দায়ের ২টি এফআইআর

স্লোগান পড়ুয়াদের (ছবি সৌজন্য রয়টার্স)

বিশ্ববিদ্যালয় চত্বরে অশান্তির ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের দুটি এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। একটি এফআইআর দায়ের হয়েছে নিউ ফ্রেন্ডস কলোনি থানায়। অপরটি দায়ের হয়েছে জামিয়া নগর থানায়।

ধাক্কা মারা হয়েছে ছাত্রীদের। ছিল না কোনও মহিলা পুলিশ। বেধড়ক মারধর করা হয়েছে পড়ুয়াদের। লাইব্রেরি, ক্যান্টিন-সহ বিভিন্ন বিভাগে নির্বিচারে ভাঙচুর চালানো হয়েছে। দিল্লি পুলিশের এমনই অভিযোগ তুললেন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, 'আমাদের 'সঙ্গে অপরাধীদের মতো আচরণ করা হয়েছে।'

'গতকাল বিশ্ববিদ্যালয় চত্বরে নিউ ফ্রেন্ডস কলোনিতে ব্যাপক অশান্তি ছড়ায়। তারপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পুলিশ পড়ুয়াদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। নাম গোপন রাখার শর্ত এক ছাত্রী বলেন, 'হাত তুলে আমাদের ক্যাম্পাস ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আমরা বিক্ষোভের জায়গায় ছিলামও না। ক্যাম্পাসের ভিতরেই ছিলাম। পুলিশ আমাদের সঙ্গে অপরাধীদের মতো আচরণ করেছে।'

হাত তুলে বিশ্ববিদ্যালয় ছাড়ছেন পড়ুয়ারা (ছবি সৌজন্য রয়টার্স)
হাত তুলে বিশ্ববিদ্যালয় ছাড়ছেন পড়ুয়ারা (ছবি সৌজন্য রয়টার্স)

ক্যাম্পাসের ভিতরের মসজিদে যাঁরা প্রার্থনা করছিলেন, তাঁদেরও ছাড়া হয়নি বলে অভিযোগ পড়ুয়াদের। মহম্মদ কামিল নামে এক পড়ুয়া বলেন, 'ক্যাম্পাসের ভিতরের মসজিদে ঢুকে পড়ে পুলিশ। যাঁরা প্রার্থনা করছিলেন, তাঁদের হেনস্থা করা হয়। ওরা আমাদের লাইব্রেরি, ক্যান্টিন-সহ কত বিভাগ যে গুঁড়িয়ে দিয়েছে, তা জানি না।' পড়ুয়াদের দাবি, ক্যান্টিনের লাইব্রেরির জানালা ভেঙেচুরে দেয় পুলিশ। সেই সময় লাইব্রেরিতে ৫০-৬০ জন পড়ুয়া ছিলেন।

পড়ুয়াদের অভিযোগ, আহত পড়ুয়াদের শুশ্রূষারও সুযোগ দেয়নি পুলিশ। এক পড়ুয়া বলেন, 'নিজেদের বাঁচাতে বেসমেন্টে লুকিয়ে পড়েন কয়েকজন পড়ুয়া। ওটা একটা ভয়ংকর মুহূর্ত ছিল। আতঙ্কে আমরা বন্ধু ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জরুরি বার্তা বা এসওএস পাঠাই। আলোও নিভিয়ে দেওয়া হয়েছিল।'

এদিকে, বিশ্ববিদ্যালয় চত্বরে অশান্তির ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। একটি এফআইআর দায়ের হয়েছে নিউ ফ্রেন্ডস কলোনি থানায়। অপরটি দায়ের হয়েছে জামিয়া নগর থানায়। দিল্লি পুলিশের এক আধিকারিক জানান, অশান্তি, বেআইনি জমায়েত, জনগণের সম্পত্তি ক্ষতি-সহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় নিউ ফ্রেন্ডস কলোনি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সরকারি কর্মচারীকে তাঁর দায়িত্ব বাধা-সহ বিভিন্ন ধারা রয়েছে জামিয়া নগর থানার এফআইআরে।

পরবর্তী খবর

Latest News

প্রত্যাশা পূরণে ব্যর্থ, তাই মন খারাপ নীরজের! বন্ধুর পাশে দাঁড়িয়ে বার্তা মনুর… অসমাপ্ত ব্যবসা: ইশান কিষানের বার্তা ঘিরে জল্পনা! BCCI-কে কিছু বলতে চাইলেন? এবার সদস্য সংগ্রহে ছাত্র সমাজ, বাংলায় নতুন সংগঠন, পুজোর আগেই বড় আন্দোলন ‘পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ আত্মবিশ্বাসে ফুটছে’!ছোট করে না দেখার পরামর্শ সানির… কাল ঘুড়ি ওড়ানোর দিন, বিশ্বকর্মা পুজোর সঙ্গে এই দিনটি জুড়ে গেল কীভাবে ইঁদুরের নাম ‘শতরূপ’ রাখলেন কুণাল, খাঁচাবন্দী খোরগোশকে ‘কুণাল’ বলে ডাকলেন শতরূপ ভারতে এসে ফেসবুকে ভারত ভাগের হুমকি, ঘাড় ধরে বাংলাদেশিকে ফেরত পাঠাল মোদী সরকার মৌসুমীকে আক্রমণ কুণাল-দেবাংশুর, তথাগত লিখলেন, ‘পার্থক্য কোথায় রগড়ে দেব পার্টি..' সাউন্ডটা কমাবে? গণেশ পুজোয় তারস্বরে গান, সহ্য করতে না পেরে নিজেকে শেষ করলেন রোগী এবার টালা থানার ওসির স্ত্রীকে তলব করল সিবিআই, আজ দুপুরেই জিজ্ঞাসাবাদ শুরু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.