তামিলনাড়ুতে শুরু হয়ে গিয়েছে ঐতিহ্যবাহী জাল্লিকাট্টু উৎসব। আর মাদুরাই জেলায় এই মারণ খেলা শুরু হতেই প্রাণ গেল একজনের এছাড়াও বহু মানুষ আহত হয়েছেন। যারমধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার জেলা প্রশাসন সূত্রে একথা জানা গিয়েছে। মৃতের পরিবারকে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: এসিতে বসে ষাঁড়ের লড়াই দেখবেন? ভারতেই ৬৩ কোটি টাকায় তৈরি হল স্টেডিয়াম, বিশ্বে প্রথম
মাদুরাইয়ের জেলা শাসক সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, জাল্লিকাট্টুতে ৭৫ জন আহত হয়েছেন। এরমধ্যে ৩০ জন গুরুতর আহত হয়েছেন এবং ৪৫ জন সামান্য আঘাত পেয়েছেন। এছাড়া, একজন মারা গেছেন। তিনি জানান, সরকারের কাছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য আবেদন করা হবে। একইসঙ্গে জাল্লিকাট্টু নিয়ে সতর্ক করা হয়েছে। মঙ্গলবার থেকেই তামিলনাড়ুর মাদুরাইতে তিন দিনের জাল্লিকাট্টু উৎসব শুরু হয়েছে।
প্রথম দিনে আভানিয়াপুরম গ্রামে অনুষ্ঠিত হয়েছিল। এখানে ১১০০টি ষাঁড় এবং ৯০০ জন ষাঁড়-প্রশিক্ষক ছিলেন। সেরা ষাঁড়ের মূল্য হয়েছে ১১ লক্ষ টাকা। সেরা ষাঁড়কে ১১ লক্ষ টাকা মূল্যের একটি ট্রাক্টর এবং অন্যান্য পুরস্কারের সঙ্গে ৮ লক্ষ টাকা মূল্যের একটি গাড়ি দেওয়া হবে। মাদুরাইয়ের অন্য দুটি জাল্লিকাট্টু অনুষ্ঠান হবে আজ ১৫ জানুয়ারি এবং আগামীকাল ১৬ জানুয়ারি যথাক্রমে পালামেদু এবং আলঙ্গানাল্লুরে। অনুষ্ঠান পরিচালনার জন্য কঠোর নিয়ম এবং নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। মাদুরাই জেলা প্রশাসনের জারি করা নির্দেশ অনুসারে, প্রতিটি ষাঁড় জেলার তিনটি জাল্লিকাট্টু প্রতিযোগিতার মধ্যে একটিতে অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি ষাঁড়ের সঙ্গে শুধুমাত্র তার মালিক এবং ষাঁড়ের সঙ্গে পরিচিত একজন প্রশিক্ষক থাকতে পারেন। ষাঁড় ও ষাঁড়ের মালিকদের জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে পারেন।
সমস্ত জমা দেওয়া নথি কর্তৃপক্ষ যাচাই করবে। তারপরেই যোগ্যরা এতে অংশগ্রহণের সুযোগ পাবেন। এবছরের জন্য তামিলনাড়ুর প্রথম জাল্লিকাট্টু অনুষ্ঠান হয়েছে শনিবার পুদুক্কোত্তাই জেলার থাচানকুরিচি গ্রামে। পুদুক্কোত্তাই জেলা তামিলনাড়ুতে সর্বাধিক সংখ্যক জাল্লিকাট্টু অনুষ্ঠান আয়োজনের জন্য পরিচিত।