
মুম্বই এয়ারপোর্টে কর্মরত ১০ সিআইএসএফ রক্ষীর শরীরে মিলল করোনাভাইরাস
১ মিনিটে পড়ুন . Updated: 03 Apr 2020, 09:50 PM ISTকরোনা হটস্পট হয়ে উঠেছে মুম্বই।
করোনা হটস্পট হয়ে উঠেছে মুম্বই।
মুম্বই আন্তর্জাতিক এয়ারপোর্টে রক্ষী হিসাবে নিযুক্ত দশ সিআইএসএফ কর্মীর শরীরে করোনাভাইরাসের চিহ্ন মিলেছে বলে জানা গিয়েছে। ২৭ মার্চ প্রথমবার একজন সিআইএস জওয়ানে করোনা পজিটিভ ধরা পড়েন। তারপরেই কোনও ঝুঁকি না নিয়ে ১৫২জন রক্ষীকে নভি মুম্বইয়ের কোয়ারেন্টাইন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়।
সিআইএসএফ-এর বিশেষ ডিরেক্টর জেনারেল এমএ গণপতি বলেন যে প্রথম কেসটি ধরা পড়ার পরেই তাঁরা ঠিক করেন আরও ১১ জনের পরীক্ষা করার যারা ওই জওয়ানের সংস্পর্শে এসেছিলেন। সেখানে চারজনের শরীরে করোনা ধরা পড়ে মার্চ ২৯-এ। তারপর ঠিক করা হয় সমস্ত জওয়ানদেরই পরীক্ষা করা হবে। সেখানে ছয়জনের শরীরে ধরা পড়ে করোনা। কিন্তু এদের কোনও বাইরে চিহ্ন ছিল না যে তাদের করোনা হয়েছে।
কোয়ান্টাইন ক্যাম্পে যারা ছিল তাদের সঙ্গে বাইরের দুনিয়ার কোনও সংস্পর্শ ছিল না বলেই জানিয়েছে সিআইএসএফ। যারা অসুস্থ তাদের হাসপাতালে ভর্তি করে বাকিদের আলাদা করে রাখা হয়েছে। প্রথম সিআইএসএফ রক্ষী যিনি করোনা পজিটিভ ধরা পড়েছিলেন, তাঁর পরপর দুটি টেস্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে সিআইএসএফ।