উত্তর প্রদেশের প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কে শুক্রবার মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় প্রাণ হারালেন মহাকুম্ভগামী ১০ জন পূণ্যার্থী। মৃতরা ছত্তিশগড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনা আরও ১৯ জন আহত হয়েছেন। যমুনানগরের ডিসিপি বিবেক চন্দ্র যাদব জানিয়েছেন, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য স্বরূপ রানী নেহরু মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরবর্তী প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় আহত ১৯ জনকে ভর্তি করানো হয়েছে রামনগরের হাসপাতালে। জানা গিয়েছে, দুর্ঘটনার পরপরই সেখানে গিয়ে উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন স্থানীয়েরাই। পরে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা আসেন। (আরও পড়ুন: দিল্লির সরকার গঠন নিয়ে 'সাসপেন্স' শেষ করলেন বিজেপি নেতা, জানিয়ে দিলেন...)
আরও পড়ুন: মোদী আমেরিকা ছাড়তেই নয়া শুল্ক চাপানোর পথে আমেরিকা, বড় ঘোষণা ট্রাম্পের
আরও পড়ুন: 'ভারতের মতো গণতন্ত্রে CJI কীভাবে...', বিচার বিভাগের ক্ষমতা নিয়ে প্রশ্ন ধনখড়ের
রিপোর্ট অনুযায়ী, প্রয়াগরাজের মেজা থানার কাছে মির্জাপুর-প্রয়াগরাজ হাইওয়েতে রাত ২টো নাগাদ একটি বাসের সঙ্গে একটি বোলেরো গাড়ির সংঘর্ষ হয়। মৃত ভক্তরা মহাকুম্ভ চলাকালীন সঙ্গমে পবিত্র স্নান করতে প্রয়াগরাজ যাচ্ছিলেন ছত্তিশগড়ের কোরবা থেকে। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি মধ্যপ্রদেশের রাজগড় থেকে পুণ্যার্থীদের নিয়ে যাচ্ছিল। বোলেরোর চালক ঘুমিয়ে পড়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। (আরও পড়ুন: মোদীর ওপর বাংলাদেশ ইস্যু ছেড়ে দিলেন ট্রাম্প, কী বলছে ওপার বাংলার সংবাদমাধ্যম?)
আরও পড়ুন: মোদীর ওপর বাংলাদেশকে ছাড়লেন ট্রাম্প, ইউনুস সরকারের উপদেষ্টা দিলেন 'ব্যাখ্যা'
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাটির ওপরে নজর রাখছেন। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। এই দুর্ঘটনার খবর পেয়েই সরকারি কর্মকর্তাদের ঘটনাস্থলে পৌঁছতে নির্দেশ দেব তিনি। আহত ভক্তদের সাহায্য করতে এবং সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। (আরও পড়ুন: সুরাপ্রেমীদের জন্যে সুখবর, এই হুইস্কির ওপরে এক ধাক্কায় ৫০% শুল্ক কমাল সরকার)
আরও পড়ুন: ইলন মাস্কে বিরক্ত হোয়াইট হাউজের ট্রাম্প ঘনিষ্ঠ শীর্ষ আধিকারিক, দাবি রিপোর্টে
এর আগে গত ১১ ফেব্রুয়ারি মহাকুম্ভ মেলা থেকে ফেরার পথে মধ্যপ্রদেশের জব্বলপুর জেলায় একটি ট্রাকের সঙ্গে মিনি বাসের সংঘর্ষে সাতজনের মৃত্যু হয়েছিল। সেদিন সকাল সাড়ে আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছিল। তীর্যযাত্রী বোঝাই মিনি বাসটি অন্ধ্রপ্রদেশে ফিরছিল। জেলা কালেক্টর দীপক কুমার সাক্সেনা জানিয়েছিলেন, জব্বলপুরের জেলা সদর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে হাইওয়েতে উল্টোদিক থেকে আসা একটি ট্রাক মিনি বাসটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে ট্রাকটি ভুল দিকে যাচ্ছিল।