বাংলা নিউজ > ঘরে বাইরে > ‌করোনার থাবা মাওবাদীদের ডেরায়, দশজনের মৃত্যু

‌করোনার থাবা মাওবাদীদের ডেরায়, দশজনের মৃত্যু

প্রতীকী ছবি

গত দুই সপ্তাহে ১০ জন মাওবাদী করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে পুলিশের দাবি।

এবার করোনা থাবা বসাল মাওবাদীদের ডেরায়। বস্তারে গত দুই সপ্তাহে ১০ জন মাওবাদী করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে পুলিশের দাবি। মাওবাদীদের তরফে অবশ্য আলাদা করে কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে পুলিশের দাবিকে নস্যাৎও করে দেওয়া হয়নি।

দান্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লভা জানান,‘‌বিশ্বস্ত সূত্র মারফত আমরা জানতে পারি, ১৫ দিন আগে বিজাপুর–সুকমা জেলার পিডিয়া গ্রামের কাছে জঙ্গলে ৪০০ থেকে ৫০০ জন মাওবাদীর জমায়েত হয়েছিল। সেখান থেকে তারা মেয়াদ ফুরিয়ে যাওয়া কিছু ওষুধ ও খাবার খায়।’‌ একইসঙ্গে তিনি জানান, গ্রামবাসীরা জানিয়েছেন, যারা সেদিন জমায়েত হয়েছিল, তাঁদের সর্দি, জ্বরও ছিল। করোনার যা যা উপসর্গ থাকে, তার সবকিছুই তাঁদের মধ্যে ছিল। মাওবাদীদের শীর্ষ নেতারা তাঁদের কাছে ওষুধ ও ভ্যাকসিন পৌঁছে দেওয়ার চেষ্টাও করছিলেন।

এদিন পুলিশ সুপার রীতিমতো উদ্বেগ প্রকাশ করে জানান, মাওবাদীরা এখনও কোনও কোনও গ্রামবাসীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।ফের হয়ত কোনও জমায়েত হতে পারে। মাওবাদীরা যদি করোনা আক্রান্ত হন, তাহলে তাঁরা তো আরও করোনা সংক্রমণ ছড়াতে পারে, সেই আশঙ্কাই করা হচ্ছে। পুলিশের তরফে মাওবাদীদের আত্মসমর্পণের কথাও বলা হচ্ছে। সেক্ষেত্রে মাওবাদীদের চিকিৎসার ভার পুলিশ নেবে বলেও জানানো হয়েছে।

তবে পুলিশের আরেকটি সূত্র জানাচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার ফলে ওই মাওবাদীদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে গ্রামবাসীদের বক্তব্য অনুযায়ী, ওই ১০ জন মাওবাদীদের দেহ যে দাহ করা হয়েছে, তাতে কোনও সন্দেহ নেই

ঘরে বাইরে খবর

Latest News

‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.