বাংলা নিউজ > ঘরে বাইরে > সর্দি কাশি নিয়ে ভর্তি নার্সিংহোমে, ঘরে ফিরল শিশুর দেহ, কাঠগড়ায় চার চিকিৎসক

সর্দি কাশি নিয়ে ভর্তি নার্সিংহোমে, ঘরে ফিরল শিশুর দেহ, কাঠগড়ায় চার চিকিৎসক

শিশু মৃত্যুর ঘটনায় জলপাইগুড়ির একটি নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। প্রতীকী ছবি 

এক পদস্থ স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ওই বেসরকারি নার্সিংহোমের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। ম্যানেজমেন্টের বিরুদ্ধে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

এক শিশুর সর্দি কাশির চিকিৎসাতেই বড় গাফিলতির অভিযোগ রায়পুরের দুর্গের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। ওই শিশুর মৃত্যুও হয়েছে। এই ঘটনায় চারজন চিকিৎসক ও তিনজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। জেলা স্বাস্থ্য দফতর হাসপাতালের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে। সব মিলিয়ে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

দুর্গের পুলিশ সুপার অভিষেক পল্লভ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে গাফিলতির বিষয়টি সামনে এসেছে। পুলিশ সূত্রে খবর, ১৭ অক্টোবর দশ মাসবয়সী ওই শিশুটিকে সর্দি কাশির চিকিৎসার জন্য় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৩১ অক্টোবর তার মৃত্যু হয়। এরপর শিশুর দাদু চিকিৎসক সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। স্বাস্থ্য দফতরও এনিয়ে তদন্ত করে। প্রাথমিকভাবে দেখা যায় চিকিৎসায় গাফিলতি হয়েছিল।

ডাঃ সমিত রাজ প্রসাদ, ডাঃ দুর্গা সোনি, ডাঃ হরিরাম যাদু ও ডাঃ গিরীশ সাহু এবং তিনজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। এক পদস্থ স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ওই বেসরকারি নার্সিংহোমের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। ম্যানেজমেন্টের বিরুদ্ধে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে গোটা ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়। শিশুর চিকিৎসার ক্ষেত্রেও কেন যথাযথ যত্ন নেওয়া হল না তানিয়ে প্রশ্ন উঠছে। 

বন্ধ করুন