পৌলমী ঘোষ
শশী থারুরকে হারিয়ে এবার কংগ্রেসের সভাপতি পদে বসছেন মল্লিকার্জুন খাড়গে। প্রায় ৭ হাজার ভোট পেয়ে তিনি এই চেয়ারে বসছেন। এদিকে গত ২৪ বছরে এই প্রথমে গান্ধী পরিবারের বাইরে কেউ কংগ্রেসের সভাপতি পদে বসছেন। তিনি জানিয়েছেন, আমার সহযোগী শশী থারুরকে অভিনন্দন জানিয়েছি। আমি তাঁর সঙ্গে দেখা করেছি। কীভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে সেব্যাপারে আলোচনা করেছি। সমস্ত কর্মীদের তরফে আমি সোনিয়া গান্ধীকে ধন্য়বাদ জানাচ্ছি। তাঁর নেতৃত্বে আমরা ফের সরকারে ফিরব।
এবার ৮০ বছর বয়সী সেই মল্লিকার্জুন সম্পর্কে ১০টি বিষয় সম্পর্কে একটু জেনে নেওয়া যাক।
১. জগজীবন রামের পরে দ্বিতীয়বার কোনও দলিত নেতা এই চেয়ারে বসছেন।
৩. ১৯৪২ সালে জন্মেছিলেন তিনি। কলেজ থেকে তিনি রাজনীতিতে আসেন।
৪.শ্রমিক সংগঠন করার সময় তিনি কংগ্রেসে যোগ দেন।
৫. খাড়গে সোলিলাদা সর্দার নামে পরিচিত তিনি। অর্থাৎ তিনি কার্যত কোনওদিন হারেননি। ১২টি নির্বাচনের মধ্যে তিনি মাত্র একবার হেরেছিলেন।
৬. তিনি বার বার মুখ্যমন্ত্রী হওয়ার চেয়ারের কাছাকাছি গিয়েছিলেন। কিন্তু কোনওবারই মুখ্য়মন্ত্রী হননি।
৭.মনমোহন সিং মন্ত্রিসভায় তিনি রেলমন্ত্রী ও শ্রমমন্ত্রী ছিলেন। তিনি রাজ্যসভার বিরোধী দলনেতাও ছিলেন।
৮.খাড়গের তিন পুত্র আর দুই কন্য়া। তাদের নাম প্রিয়াঙ্ক, রাহুল, মিলিন্দ, প্রিয়দর্শিনী ও জয়শ্রী।
৯.বুদ্ধদেবের উপাসক বলে তিনি বার বার দাবি করেন।
১০. তিনি হিন্দি, উর্দু, কন্নড়, মারাঠি, তেলেগু, ইংরাজি ভালোই বলেন।