বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘‌এটা কারও পছন্দ অপছন্দের বিষয় নয়’‌, ১০০ দিনের কাজ নিয়ে সরব কল্যাণ, পাল্টা দেন শিবরাজ

‘‌এটা কারও পছন্দ অপছন্দের বিষয় নয়’‌, ১০০ দিনের কাজ নিয়ে সরব কল্যাণ, পাল্টা দেন শিবরাজ

সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। (Sansad TV)

একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অপরদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জোরাল দাবিতে সরগরম হয়ে ওঠে সংসদ। তৃণমূল কংগ্রেসের দাবি, একুশের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর বিজেপি বাংলায় ১০০ দিনের কাজের টাকা বন্ধ করেছে। বাংলায় একশো দিনের টাকা কবে আসবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেল।

আজ, মঙ্গলবার একশো দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা কত দিয়েছে কেন্দ্রীয় সরকার তার শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সুরেই একশো দিনের কাজের টাকা দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করছে বলে লোকসভায় সুর সপ্তমে তুললেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সংসদে প্রশ্নোত্তর পর্বে ১০০ দিনের কাজ নিয়ে বিষয়টি তুলে ধরেন তিনি। কল্যাণের প্রশ্নের জবাব দিতে গিয়ে পাল্টা বাংলার সরকারের বিরুদ্ধে অনিয়ম, তহবিলের গরমিল এবং দুর্নীতির অভিযোগ তুললেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর পূর্বসূরি গিরিরাজ সিংও একই সুরে আগে এই অভিযোগ তুলেছিলেন বাংলার সরকারের বিরুদ্ধে।

কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ তুললেও তার সপক্ষে কোনও প্রমাণ পেশ করেননি সংসদে। আর তখনই সোচ্চার হয়ে ওঠেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংসদ বলেন, ‘মনরেগার আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ দিতে বাধ্য। এটা কারও পছন্দ অপছন্দের বিষয় নয়। কেন্দ্রীয় সরকার বাংলার সঙ্গে রাজনৈতিক পক্ষপাতিত্ব করছে।’‌ এদিন ১০০ দিনের কাজের বকেয়া টাকা এবং আবাস যোজনার টাকা বাংলাকে কত দেওয়া হয়েছে তা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান অভিষেক। এমনকী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চ্যালেঞ্জ করে ওয়াকআউট করেন অভিষেক–সহ অন্যান্য সাংসদরা।

আরও পড়ুন:‌ তুমুল বিক্ষোভে সরগরম কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, ওয়ার্ক ফ্রম হোম উপাচার্যের, পদত্যাগের আবেদন

এতকিছুর পরও এই বিষয় নিয়ে এতটুকু সহযোগিতা দেখাননি কেন্দ্রীয় মন্ত্রী বলে অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ১০০ দিনের কাজের বকেয়া টাকা রাজ্যের ৫৯ লক্ষ শ্রমিককে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। লোকসভায় কল্যাণের অভিযোগকে গুরুত্ব না দিয়ে আক্রমণাত্মক মেজাজে জবাব দেন শিবরাজ। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী বলেন, ‘নরেন্দ্র মোদীর স্লোগান ‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’। বাংলায় ১০০ দিনের কাজ নিয়ে অনিয়ম হয়েছে। এই তহবিলের টাকা অন্য খাতে খরচ করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে এফআইআর হয়েছে। অভিযুক্তদের আড়াল করা হচ্ছে। প্রকল্পের নাম বদলে দেওয়া হয়েছে। আমরা জনতার টাকা কাউকে খেতে দিতে পারি না।’

একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অপরদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জোরাল দাবিতে সরগরম হয়ে ওঠে সংসদ। তৃণমূল কংগ্রেসের দাবি, একুশের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর বিজেপি বাংলায় ১০০ দিনের কাজের টাকা বন্ধ করেছে। অভিষেকের বক্তব্য, ‘‌কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে থাকলে শ্বেতপত্র প্রকাশ করুক। তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে।’‌ তৃণমূল কংগ্রেসের দাবি, নির্বাচনে জিততে না পেরে বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে বিজেপি সরকার। তবে এত ক্ষোভ–বিক্ষোভের পর বাংলায় একশো দিনের টাকা কবে আসবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেল।

পরবর্তী খবর

Latest News

রবিবার দীপিকা-রণবীরের কোলে এল প্রথম সন্তান, ছেলে না মেয়ে হল দীপবীরের? ‘বলি কোলের এখানে বসবি, গালে মুখটা লেগে যায়’, যৌন হেনস্তায় সাফাই অরিন্দম শীলের ‘একজন ছেড়েছেন, আরেকজনও ছাড়ুন’, জহরের ইস্তফা ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়া TMCর ঘুটিয়ারি শরিফ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ ট্রেন চলাচল, পরিষেবা বিপর্যস্ত ছয়ের গেরোয় ব্রাজিল! ইতিহাস গড়ে ব্লাইন্ড ফুটবলে সোনা ফ্রান্সের, তুমুল উচ্ছ্বাস সতর্ক থাকুন নচেৎ হতে পারে আর্থিক ক্ষতি! কী বলছে সাপ্তাহিক রাশিফল সার্ভিস রুল মনে আছে তো? রাজ্য সরকারি কর্মচারীদের কড়া ‘ওয়ার্নিং’ দিল নবান্ন! এমন পিচে ৪৪ বলে ৫৪ রান! রোহিত-গম্ভীরদের কি কোনও বার্তা দিতে চাইলেন শ্রেয়স আইয়ার চারদিকে আরজি কর নিয়ে প্রতিবাদ! অবশেষে মেয়ে ইয়ালিনি কোলে সামনে এলেন শুভশ্রী আরজি কর আবহে আরও চাপে TMC, সুখেন্দুর বিদ্রোহের মাঝে পদত্যাগ জহরের, চিঠি মমতাকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.