বেশ কয়েকদিন ধরেই অ্যালোপ্যাথি বনাম আয়ুর্বেদ সংক্রান্ত বিতর্ক চলছে দেশে। যোগগুরু রামদেবের মন্তব্যের জেরেই সেই বিতর্ক জন্ম নেয়। এই পরিস্থিতিতে এবার আধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং অ্যালোপ্যাথির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জেরে মামলা দায়ের হল রামদেবের বিরুদ্ধে। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের উত্তরাখণ্ড শাখা এই মামলা দায়ের করেছে। অভিযোগ, রামদেবের মন্তব্যে অ্যালোপ্যাথি ও সংস্থার ২০০০ ডাক্তারের ভাবমূর্তিতে আঘাত লেগেছে ৷ যোগগুরুর এমন মন্তব্য করাকে ফৌজদারি অপরাধ বলে দাবি করে তাঁকে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে৷
জানা গিয়েছে, এই বিষয়ে রামদেবকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। সেখানে আইএমএ-র তরফে দাবি করা হয়েছে, অ্যালোপ্যাথি নিয়ে করা মন্তব্যের জন্য রামদেবকে ক্ষমা চাইতে হবে এবং তাকে সেই মন্তব্য ফিরিয়ে নিতে হবে। এর জন্য তাঁকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যদি তিনি তা না করেন, তাহলে আইএমএ-র তরফে আইএমএ-র প্রতি সদস্য পিছু ৫০ লক্ষ করে এক হাজার কোটি টাকা দাবি করা হবে।
এদিকে আইনি নোটিশ পাঠিয়েই থেমে থাকেনি আইএমএ। তাদের তরফে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিংহ রাওয়াতের কাছে আবেদন জানানো হয়েছে যাতে রামদেবের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। যোগগুরু রামদেবে দাবি করেছিলেন, করোনার চিকিৎসায় অক্সিজেনের অভাবে নয়, লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে অ্যালোপ্যাথি ওষুধের ক্ষতিকর প্রভাবে। পরে অবশ্য পতঞ্জলির তরফে দাবি করা হয়েছিল, যোগাগুরু আধুনিক চিকিৎসা বিজ্ঞান আর তার চিকিৎসকদের প্রতি কোনও অসৎ উদ্দেশ্যে এই মন্তব্য করেননি৷
এদিকে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চিকিৎসকেরা তাঁর এই মন্তব্যের জন্য রামদেবকে ক্ষমা চাইতে বলেছিলেন। তাঁরা বলেছেন, অতিমারীর শুরু থেকে নিজেদের জীবন বিপন্ন করে সারাক্ষণ রোগীদের বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা, তার বদলে এমন মন্তব্যের ফলে তাঁদের মর্যাদাহানি হয়েছে।