বাংলা নিউজ > ঘরে বাইরে > CRPF camp in Chhattisgarh: ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল CRPF ক্যাম্প, উড়ে গেল টিনের ছাদ, আহত ১১ জওয়ান

CRPF camp in Chhattisgarh: ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল CRPF ক্যাম্প, উড়ে গেল টিনের ছাদ, আহত ১১ জওয়ান

ঝড়ে লণ্ডভণ্ড ক্যাম্প। ছবি এএনআই 

ঝড়ের গতি এতটাই বেশি ছিল যে ক্যাম্পের ৪টি ব্যারাকের ছাদ উড়ে যায় এবং বেশ কয়েকটি গাছ উপড়ে পড়েছে। আহত জওয়ানদের ব্যাটালিয়ন হাসপাতালে ভরতি করা হয়েছে। তাদের কারও আঘাত গুরুতর নয়। সিআরপিএফের ডেপুটি কমান্ড্যান্ট বিশাল বৈভব জানিয়েছেন, ক্যাম্পের বেশ কয়েকটি ব্যারাকের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সিআরপিএফ ক্যাম্প। উড়ে গেল টিনের ছাদ, ভেঙে পড়ল ছাদের লোহার কাঠামো। ঘটনায় ১১ জন জওয়ান আহত হয়েছেন। শুক্রবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বস্তার জেলায়। ঝড়ের আঘাতে ক্যাম্পে বিদ্যুতের তারও ছিঁড়ে পড়েছে। এছাড়া, কোয়ার্টারগুলি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। পাশপাশি, ক্যাম্পের ভিতরে অবস্থিত বেশ কয়েকটি গাছ উপড়ে গিয়েছে। আহত জওয়ানদের চিকিৎসার জন্য ভরতি করা হয়েছে হাসপাতালে। ঝড়ের কারণে ধারভা থানার সীমানার অধীনে সেদভা গ্রামে অবস্থিত ২৪১ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পটি ক্ষতিগ্রস্থ হয়েছে।

বস্তার জেলার পুলিশ সুপার সুন্দররাজ পি জানান, ঝড়ের গতি এতটাই বেশি ছিল যে ক্যাম্পের ৪টি ব্যারাকের ছাদ উড়ে যায় এবং বেশ কয়েকটি গাছ উপড়ে পড়েছে। আহত জওয়ানদের ব্যাটালিয়ন হাসপাতালে ভরতি করা হয়েছে। তাদের কারও আঘাত গুরুতর নয়। সিআরপিএফের ডেপুটি কমান্ড্যান্ট বিশাল বৈভব জানিয়েছেন, প্রবল বাতাসের কারণে সিআরপিএফ ব্যাটালিয়ন ক্যাম্পের বেশ কয়েকটি ব্যারাকের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, এই ঘটনায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও খতিয়ে দেখা হয়নি। তবে এরফলে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। জানা গিয়েছে, এদিন বিকেলে হঠাৎ করে ধারভা এলাকায় আবহাওয়ার পরিবর্তন হয় এবং ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি হয়। তখনই ঝড়ের তান্ডবে ক্যাম্প ক্ষতিগ্রস্থ হয়। ঘটনায় ক্যাম্পে উপস্থিত অন্যান্য জওয়ানরা সঙ্গে সঙ্গে আহতদের বের করে অন্য ব্যারাকে নিয়ে যান।

এদিকে, ঘটনার খবর পেয়ে রাতেই ক্যাম্প পরিদর্শন করেন সিআরপিএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এপি সিং। তিনি জানান, ঝড়ের ফলে ক্যাম্পের ৪টি ব্যারাক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। ওই চারটি ব্যারাকের টিনের ছাদ উড়ে গিয়েছে। লোহার কাঠামো ভেঙে গিয়েছে। এছাড়া, আরও দুটি ব্যারাক আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সবমিলিয়ে ক্ষতির পরিমাণ ৩০ লক্ষ টাকার বেশি হতে পারে বলে তিনি জানিয়েছেন।অন্যদিকে, দান্তেওয়াড়ার গুদ্রা সিএএফ ক্যাম্পেও বৃষ্টি ও ঝড়ের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির হিসাব নিতে আজ কর্মকর্তারা ক্যাম্পে পৌঁছবেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন