বাংলা নিউজ > ঘরে বাইরে > ডাইনি সন্দেহে আদিবাসী মহিলাকে নৃশংসভাবে খুন, ১১জনের যাবজ্জীবন কারাদণ্ড

ডাইনি সন্দেহে আদিবাসী মহিলাকে নৃশংসভাবে খুন, ১১জনের যাবজ্জীবন কারাদণ্ড

‘ডাইনি সন্দেহে ৫০ বছর বয়সী এক আদিবাসী মহিলাকে খুন করার অপরাধে ১১জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ওড়িশার সুন্দরগড় জেলার দায়রা আদালত। (প্রতীকী ছবি - Pixabay)

সেদিন ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে ওড়িশার ওই আদিবাসী মহিলাকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ। এই নৃশংস ঘটনা নাড়়িয়ে দিয়েছিল গোটা এলাকাকে। এবার সেই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা করল আদালত।

দেবব্রত মোহান্তি

ডাইনি সন্দেহে ৫০ বছর বয়সি এক আদিবাসী মহিলাকে খুন করার অপরাধে ১১জনকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল ওড়িশার সুন্দরগড় জেলার দায়রা আদালত। চার বছর আগের ঘটনা। অপর তিনজন মহিলাকে দু বছরের কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে।

অ্য়াডিশনাল ডিস্ট্রিক্ট জাজ-১ ভি সুজাতা ১১জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। ২০১৮ সালের মার্চ মাসে যশোদা সিং নামে ওই মহিলাকে খুন করা হয়েছিল। অভিযোগ ২ মার্চ রাতে অন্তত ১৫জন ফাগু সিংয়ের বাড়িতে কুঠার সহ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা স্ত্রী যশোদাকে বের করার নির্দেশ দেয়। তাদের অভিযোগ সে ডাইনি। তার জন্যই গ্রামে রোগের প্রকোপ। এমনকী তার নাকি ভ্রুণের লিঙ্গ পরিবর্তনের ক্ষমতাও রয়েছে। তার জেরেই গ্রামে এত মেয়ের জন্ম হচ্ছে।

এরপরই জনতা তাকে পিটিয়ে মারে। ফাগু ও তার সন্তানকেও তারা মারধর করেছিল বলে অভিযোগ। এদিকে সেই সময় বাড়িতে যশোদার মেয়ে এসেছিলেন। তিনি এফআইআর দায়ের করেছিলেন। তিনি হোলি উপলক্ষ্যে মায়ের বাড়িতে এসেছিলেন। আর সেদিনই এই ঘটনা। সেদিন ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে যশোদাকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ। এই নৃশংস ঘটনা নাড়়িয়ে দিয়েছিল গোটা এলাকাকে। এবার সেই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা করল আদালত। 

 

বন্ধ করুন