জম্মু ও কাশ্মীরে জঙ্গি হানা কি ক্রমশ বাড়ছে? এনিয়ে ফের নতুন করে চর্চা শুরু হয়েছে।
এসবের মধ্যেই ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের ডোডায় জঙ্গি হামলায় চার ভারতীয় সেনা শহিদ হয়েছেন।
এবার গত তিন মাসের পরিসংখ্য়ানটা জেনে নেওয়া যাক।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ১ জানুয়ারি থেকে জঙ্গি হামলায় সেনার এক মেজর-সহ ১২ জন নিরাপত্তারক্ষী এবং ১০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।
একই সময়ে, জম্মু অঞ্চলে, বিশেষ করে তার সীমান্তবর্তী জেলাগুলিতে পাঁচ জঙ্গিকে হত্যা করা হয়েছে।
ইকোনমিক টাইমসের তথ্য অনুযায়ী, গত ৩২ মাসে জঙ্গি হামলায় ৪৮জন সেনার মৃত্যু হয়েছে।
১ জানুয়ারি থেকে এই অঞ্চলে জঙ্গি হামলার ঘটনার ঘটনাক্রমগুলি একবার দেখে নেওযা যাক।
১৫ জুলাই: ডোডা জেলায় সন্ত্রাসবাদীদের সাথে বন্দুকযুদ্ধে এক অফিসার-সহ চার সেনা জওয়ান নিহত হয়েছেন।
৮ জুলাই: কাঠুয়া জেলায় সেনাবাহিনীর ট্রাকে জঙ্গি হামলায় পাঁচ সেনা জওয়ান শহিদ হন।
৭ জুলাই: রাজৌরি জেলায় নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলায় এক সেনা জওয়ান জখম হন। কাশ্মীরের কুলগামে জোড়া এনকাউন্টারে ছয় জঙ্গি-সহ আট জনের মৃত্যু হয়েছে।
জুন ২০২৪
১২ জুন: ডোডা জেলায় জঙ্গি হামলায় এক পুলিশকর্মী জখম হয়েছেন।
১১ জুন: কাঠুয়া জেলায় যৌথ চেকপোস্টে জঙ্গিদের হামলায় দুই বিদেশি সন্ত্রাসবাদী ও এক সিআরপিএফ জওয়ান নিহত হন। ডোডা জেলায় জঙ্গি হামলায় রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচ কর্মী এবং এক পুলিশ অফিসারও আহত হয়েছিলেন।
৯ জুন: রিয়াসি জেলায় একটি বাসে জঙ্গি হামলায় ৯ জন তীর্থযাত্রী নিহত ও ৪২ জন আহত হন।
মে ২০২৪
পুঞ্চ জেলায় জঙ্গি হামলায় এক বায়ুসেনা কর্মী নিহত ও পাঁচজন আহত হন।
এপ্রিল ২০২৪
উধমপুর জেলায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হন এক গ্রাম প্রতিরক্ষারক্ষী।
২২ এপ্রিল: রাজৌরি জেলায় এক সরকারি কর্মীকে গুলি করে হত্যা করে জঙ্গিরা।
একের পর এক ঘটনা। তবে কি ফের কাশ্মীর উপত্যকায় সক্রিয় হচ্ছে জঙ্গি গোষ্ঠী। টার্গেট করছে পুলিশ, সেনা নিরাপত্তারক্ষীদের। তবে পিছিয়ে নেই সুরক্ষা বাহিনীও।
১৯ জুন পুলিশ হকরাম দিন নামে এক জঙ্গি সহযোগীকে গ্রেফতার করে। তারা বাসভর্তি তীর্থযাত্রীদের উপর হামলা চালিয়েছিল।
২০শে জুন পুলিশ দুই জঙ্গি সহযোগী আশিক আলি ও মাসকিন আলিকে আটক করে। তারা জঙ্গিদের প্রবেশের জন্য সহায়তা করত বলে অভিযোগ।
২১শে জুন পুলিশ তিন জঙ্গি সহযোগীকে গ্রেফতার করে। ডোডা থেকে তাদের গ্রেফতার করা হয়।
২৬শে জুন ডোডা জেলার জঙ্গলে তিন জইশ ই মহম্মদ জঙ্গিকে নিকেশ করে সুরক্ষা বাহিনী।