ফের ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তারক্ষী বাহিনী। মঙ্গলবার সকালে ছত্তিশগড়ের গড়িয়াবান্ধ জেলার কুলারিঘাট রিজার্ভ ফরেস্টে নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে তুমুল গুলির লড়াইয়ে কমপক্ষে ১২ জন মাওবাদী নিহত হয়েছেন। ঘটনাস্থলটি ওড়িাশার নুয়াপাড়া জেলার সীমান্ত থেকে প্রায় ৫ কিমি দূরে অবস্থিত। অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই, খতম ৪ মাওবাদী, নিহত ১ জওয়ান
ছত্তিশগড় পুলিশের ডিজি ওয়াই বি খুরানিয়া জানিয়েছেন, ওড়িশা, ছত্তিশগড় পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) যৌথভাবে মাওবাদী বিরোধী অভিযান চালায়। সোমবার সকালে এই অভিযান শুরু হয়েছে। অভিযানের প্রাথমিক উদ্দেশ্য সীমান্ত এলাকা জুড়ে মাওবাদীদের গতিবিধি ব্যর্থ করা। এই অঞ্চলে তাদের কার্যকলাপ ক্রমে বেড়েই চলেছে। এই অভিযান চলাকালীন প্রথমে গুলির লড়াইয়ে দুই মহিলা মাওবাদী নিহত হয়েছিলেন। এছাড়া, এক কোবরা জওয়ান আহত হন। সোমবার গভীর রাতে এবং মঙ্গলবার ভোরে ছত্তিশগড়-ওড়িশা সীমান্তের ময়নপুর থানার অন্তর্গত একটি জঙ্গলে নতুন করে গুলির লড়াই শুরু হয়। তাতেই আরও ১২ জন মাওবাদী নিহত হয়েছেন বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর।
ওই আধিকারিক বলেন, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), ছত্তিশগড়ের কোবরা এবং ওডিশার স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এই যৌথ অভিযান চালায়।ওই কর্মকর্তা বলেন, ওড়িশার নুয়াপাড়া জেলার সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে ছত্তিশগড়ের কুলারিঘাট সংরক্ষিত বনাঞ্চলে মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ জানুয়ারি রাতে অভিযান শুরু করা হয়। ঘটনাস্থল থেকে একটি রাইফেল সহ প্রচুর আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরণ উদ্ধার হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদীদের নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত বছর ২১৭ জন মাওবাদী নিহত হয়েছে। যার মধ্যে আবুঝহমাদ এবং এর আশেপাশে ১০০ জনেরও বেশি মাওবাদী নিহত হয়েছিল। এছাড়া, ৮০০ জনেরও বেশি মাওবাদীকে গ্রেফতার করা হয়েছিল। প্রায় ৮০২ জন অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে। এছাড়াও ওই বছর মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে প্রায় ১৮ জন নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছিলেন। আর মাওবাদীদের হাতে নিহত হয়েছিলেন ৬৫ জন সাধারণ নাগরিক।