আরও অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিল দিল্লি পুলিশ। সম্প্রতি বেশ কয়েকজন বাংলাদেশি অবৈধবাসীকে গ্রেফতার করা হয়েছিল দিল্লিতে। আর এবার দক্ষিণ-পূর্ব দিল্লি ও দক্ষিণ দিল্লি থেকে আরও ১২ জন অবৈধ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এই বাংলাদেশিরা সকলেই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। অবৈধ বাংলাদেশিদের কাছে অনেক ধরনের নথিও পাওয়া গেছে। দিল্লি পুলিশ জানিয়েছে, ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে। এদিকে বাংলাদেশিদের কাছে প্রাপ্ত নথি তৈরি করতে কারা তাদের সাহায্য করেছে, সেই দালাল চক্রের খোঁজেও তদন্ত চালানো হচ্ছে। (আরও পড়ুন: 'পঞ্চায়েতে ২ জেলায় ১.৫ লাখ ভোট', বিধানসভা নির্বাচনে বাংলার সব আসনে লড়বে AIMIM)
আরও পড়ুন: 'মেয়েদের দুটো জায়গার চুল ছাড়া অন্য জায়গার চুল কাটা হারাম'
আরও পড়ুন: মৃত ৩০, মান বাঁচাতে মিথ্যা বলে পাক সেনা? ট্রেন হাইজ্যাক কাণ্ডে বড় দাবি বালোচদের
এর আগে সম্প্রতি দিল্লির সদর বাজারেও তল্লাশি অভিযান চালায় দিল্লি পুলিশ। সদর বাজার থেকে দুই অবৈধ বাংলাদেশিকে আটক করেছিল পুলিশ। ধৃতদের নাম মহম্মদ বিলাল ও ফারুক। পুলিশ জানিয়েছে, ধৃত দুই বাংলাদেশির বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে। উত্তর দিল্লির পুলিশ কমিশনার রাজা ভাটি জানিয়েছেন, ফরেনার্স অ্যাক্টে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। বাংলাদেশি নাগরিকদের গ্রেফতারের পর তথ্য দিয়ে পুলিশ জানায়, ফারুকের বিরুদ্ধে দুটি চুরির মামলা রয়েছে। পুলিশের এই কর্মকর্তা বলেন, অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি তার পরিবারের অন্য লোকজনেরও খোঁজ চালানো হচ্ছে। (আরও পড়ুন: ভারত-বাংলাদেশে অনুদান নিয়ে ট্রাম্পের দাবির পর 'গোপন নথি' নষ্টের নির্দেশ USAID-এর)
আরও পড়ুন: 'মার্কিন মদে ১৫০% শুল্ক ভারতের', ফের একবার দিল্লিকে নিশানা ওয়াশিংটনের
পুলিশ জানায়, ৭ মার্চ তাদের কাছে গোপন খবর আসে। সেই গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিলাল নামে ৭৫ বছর বয়সি এক বাংলাদেশি নাগরিককে ৭৮১৬/৮, নয়ি বস্তি, ফিল্মিস্তান, সদর বাজার থেকে আটক করা হয়। সে বাংলাদেশের খুলনা জেলার মারোলগঞ্জ গ্রামের বাসিন্দা। তল্লাশির সময় তার কাছ থেকে একটি ভারতীয় ভোটার কার্ড উদ্ধার করা হয়। পুলিশ তার ভোটার কার্ড বাতিল করার প্রক্রিয়া শুরু করেছে। এদিকে কীভাবে এই ভোটার কার্ড ইস্যু করা হয়, তাও খতিয়ে দেখছে পুলিশ। এদিকে ১০ মার্চ বিলালের ২৬ বছর বয়সি ছেলে ফারুককেও গ্রেফতার করা হয়। (আরও পড়ুন: বাংলাদেশে সেনাপ্রধানের পদ নিয়ে জল্পনার মাঝেই বড়সড় বদলের নির্দেশ ইউনুসের)
ডিসিপি ভাটি জানিয়েছেন, দিল্লির সদর বাজার, সরাই রোহিলা, ওয়াজিরাবাদ এলাকায় অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে। এই অভিযানে এসব অবৈধ নাগরিকদের চিহ্নিত করা হচ্ছে। এ সময় পুলিশ বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাগজপত্র যাচাই-বাছাই করছে। ডিসিপি ভাটি বলেন, এ ধরনের অবৈধ নাগরিকদের চিহ্নিত করার পর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। গ্রেফতারের পরপরই শুরু হচ্ছে বিতাড়নের প্রক্রিয়া।