বাংলা নিউজ > ঘরে বাইরে > দিল্লি বিমানবন্দরে উদ্ধার ১২৬ কোটি টাকার হেরোইন!এত মাদক দেখে মাথা ঘুরল অফিসারদের

দিল্লি বিমানবন্দরে উদ্ধার ১২৬ কোটি টাকার হেরোইন!এত মাদক দেখে মাথা ঘুরল অফিসারদের

দিল্লি বিমানবন্দরে উদ্ধার ১২৬ কোটি টাকার হেরোইন (ছবি : পিটিআই) (PTI)

১২৬ কোটি টাকা মূল্যের হেরোইন বাজেয়াপ্ত করা হল দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে।

১২৬ কোটি টাকা মূল্যের হেরোইন বাজেয়াপ্ত করা হল দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে। ঘটনায় দুই দক্ষিণ আফ্রিকান নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে অভিযুক্তদের কাছ থেকে মোট ১৮ কেজি মাদক উদ্ধার হয়েছে। এত মাদক দেখে মাথা ঘুরল অফিসারদের। দুই অভিযুক্ত জহনেসবার্গ থেকে এসেছেন বলে জানায় কাস্টমস অফিসাররা।

দিল্লি বিমানবন্দরের জয়েন্ট কমিশনার, কাস্টমস শউকত আলি নূরভি জানান এই ঘটনাটি রবিবারদিন ঘটেছে। অভিযুক্তদের বিমানবন্দরের টার্মিনাল ৩ থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের চেক ইন লাগেজে নাকি এত পরিমাণ মাদক ছিল। সুকৌশলে এই মাদক লুকিয়ে আনা হয়েছিল। তবে শেষ পর্যন্ত কাস্টমসের চোখে ফাঁকি দিয়ে বের হতে পারেনি দুই মাদক পাচারকারী।

জানা গিয়েছে, দুই অভিযুক্ত গ্রিন চ্যানেল পার করে তখন প্রায় এক্সিট গেটে পৌঁছে গিয়েছিল, সেই সময় দুই জনকে আটকানো হয়। এরপর তাদের ব্যাগগুলিকে তল্লাশির জন্যে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে দুই অভিযুক্তই একটি সিন্ডিকেটের অংশ। মাদক পাচারের দায়ে দুই ব্যক্তিকেই গ্রেফতার করা হয়েছে।

বন্ধ করুন