দেশে সাম্প্রদায়িক হিংসা বাড়ছে। তার বিরুদ্ধেই এবার যৌথভাবে চিঠি লিখলেন দেশের ১৩জন মুখ্যমন্ত্রী ও বিরোধী নেতৃত্ব। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এনিয়ে উদাসীনতার অভিযোগ তুলেছেন তাঁরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাপাধ্যায়ও স্বাক্ষর করেছেন এই চিঠিতে। এখানে সোনিয়া গান্ধি, ফারুক আবদুল্লাহ, তেজস্বী যাদব, শরদ পাওয়ার, হেমন্ত সোরেন, সিতারাম ইয়েচুরি, ডি রাজাদজজ সই করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন এই হিংসার ঘটনায় চুপ তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
চিঠিতে লেখা হয়েছে, প্রধানমন্ত্রীর নীরবতায় আমরা হতবাক।বিদ্বেষের বিরুদ্ধে তিনি কোনও কথা বলছেন না। ব্যক্তিগত সশস্ত্র বাহিনী সরকারি মদত পাচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এদিকে মধ্যপ্রদেশ, গুজরাত, কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে রাম নবমী উপলক্ষ্যে বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটে। বহু জায়গায় দোকানে, বাড়িতে ভাঙচুর চালানো হয়। এমনকী মুসলিম বলে তাদেরকে টার্গেট করা হচ্ছে বলেও দাবি করা হচ্ছে।
চিঠিতে হিজাব নিষিদ্ধ নিয়ে বিতর্ক, নবরাত্রিতে আমিষ খাবার নিষিদ্ধের প্রসঙ্গও তোলা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, যেভাবে খাবার, পোশাক, বিশ্বাস, উৎসব, ভাষার ক্ষেত্রেও নানা বিধিনিষেধ আরোপ করছে শাসক। সমাজের মেরুকরণের জন্য এসব করা হচ্ছে। এটা উদ্বেগের।
পাশাপাশি ঘৃণা যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তোলা হয়েছে চিঠিতে। এক্ষেত্রে দেশের সম্প্রীতি রক্ষায় সকলকে একজোট হয়ে কাজ করার ব্যাপারেও আবেদন করা হয়েছে।