বাংলা নিউজ > ঘরে বাইরে > Fire in Indonesia: ইন্দোনেশিয়ায় মাঝ সমুদ্রে জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড! নিহত কমপক্ষে ১৩

Fire in Indonesia: ইন্দোনেশিয়ায় মাঝ সমুদ্রে জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড! নিহত কমপক্ষে ১৩

যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।

দুর্ঘটনাগ্রস্ত জাহাজের নাম শান্তিকা লেস্তারি। সোমবার এই জাহাজটি ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশের কুপাং থেকে আলোর জেলার দিকে যাচ্ছিল। সেই সময় মাঝ সমুদ্রে জাহাজে আগুন লেগে যায়। ওই জাহাজে যাত্রী ছাড়াও ১০ জন ক্রু ছিলেন।

মাঝসমুদ্রে আচমকাই আগুন লেগে গেল যাত্রীবাহী জাহাজে। দাউ দাউ করে আগুনে উঠল জাহাজ। এই অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার মধ্য ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশে ওই যাত্রীবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় জাহাজের ২৬৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। যার মধ্যে কয়েকজন আহত হয়েছেন।

দীপাবলির প্রাক্কালে ভয়াবহ অগ্নিকাণ্ড! ভদ্রেশ্বরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার

উদ্ধারকারী দলের প্রধান সাইদার রহমানজায়া জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত জাহাজের নাম শান্তিকা লেস্তারি। সোমবার এই জাহাজটি ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশের কুপাং থেকে আলোর জেলার দিকে যাচ্ছিল। সেই সময় মাঝ সমুদ্রে জাহাজে আগুন লেগে যায়। ওই জাহাজে যাত্রী ছাড়াও ১০ জন ক্রু ছিলেন। প্রাণে বাঁচতে অনেক যাত্রী সমুদ্রে ঝাঁপ দেন। এদিকে, খবর পেয়ে জাহাজে উদ্ধারকার্যে নেমে পরে উদ্ধারকারী দল। রাত অবধি চলে উদ্ধারকার্য। ১৩ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এছাড়া ২৬৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। তবে নিখোঁজদের সংখ্যা জানাতে চাননি ওই আধিকারিক। বিশাল ঢেউয়ের কারণে জাহাজে উদ্ধারকার্যে সমস্যা দেখা দেয়। আজ সকাল থেকে ফের উদ্ধারকার্য শুরু হয়েছে। উদ্ধারকারী দলের অন্য এক কর্মকর্তা পুতু সুদায়না জানিয়েছেন, আগুন লাগার পরপরই জাহাজের যাত্রী ও ক্রু সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি। তা খতিয়ে দেখা হচ্ছে।

বন্ধ করুন