ভয়াবহ ঘটনা অমরনাথ যাত্রায়। অমরনাথ গুহার কাছেই মেঘ ভাঙা বৃষ্টি। তার জেরে ভয়াবহ হড়পা বানে ভেসে গেল একের পর এক পূণ্যার্থীদের তাঁবু। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনায় অন্তত ১৩জনের মৃত্যু হয়েছে। বহু পূণ্যার্থীর খোঁজ মিলছে না। হু হু করে জলের স্রোত ভাসিয়ে নিয়ে গিয়েছে পূণ্যার্থীদের তাঁবু। পুলিশ সহ উদ্ধারকারী টিম ঘটনাস্থলে উদ্ধারকাজে নেমেছে।
আইজিপি কাশ্মীর টুইট করে জানিয়েছেন, গুহার কাছেই কিছু লঙ্গর ও তাঁবু হড়পা বানে ভেসে গিয়েছে। দুজনের মৃত্যুর খবর মিলেছে। পুলিশ, এনডিআরএফ উদ্ধারকাজে নেমেছে।
সূত্রের খবর সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ আচমকাই মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়ে যায়। এরপরই আচমকা হড়পা বান।জখমদের এয়ারলিফ্ট করে শ্রীনগরে ও অনন্তনাগে নিয়ে যাওয়া হয়েছে। অন্তত ২৫টি তাঁবু ভেসে গিয়েছে। সুরক্ষা বাহিনী দ্রুত উদ্ধারে নেমে পড়ে। তবে স্থানীয় সূত্রে খবর আপাতত এলাকায় বৃষ্টি কিছুটা ধরে এসেছে।
এদিকে আরও উদ্ধারকারী টিম ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা গোটা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছেন। আশঙ্কা করা হচ্ছে আরও পূণ্যার্থী হড়পা বানে ভেসে যেতে পারেন। তাদের খোঁজ চলছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
এনডিআরএফ ডিজি অতুল কারওয়াল জানিয়েছেন ১০জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনজনকে জীবন্ত উদ্ধার করা হয়েছে। এদিকে আধিকারিকরা জানিয়েছেন মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৩জন।
এক আইটিবিপি আধিকারিক জানিয়েছেন, আপাতত সাময়িক স্থগিত করা হচ্ছে অমরনাথ যাত্রা। এলাকা জলে ডুবে গিয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রা স্থগিত থাকবে।
প্রধানমন্ত্রী গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এনডিআরএফ, বিএসএফ, এসডিআরএফ মোতায়েন করা হয়েছে। আর্মির ৬টি উদ্ধারকারী টিম ঘটনাস্থলে রয়েছে।