বাংলা নিউজ > ঘরে বাইরে > অমরনাথের গুহার কাছে মেঘ ভাঙা বৃষ্টি, মৃত্যু ১৩জনের, সাময়িক স্থগিত হল যাত্রা

অমরনাথের গুহার কাছে মেঘ ভাঙা বৃষ্টি, মৃত্যু ১৩জনের, সাময়িক স্থগিত হল যাত্রা

অমরনাথে তাঁবুর বাইরে দাঁড়িয়ে পূণ্যার্থীরা।. National Disaster Response Force/Handout via REUTERS  (via REUTERS)

আরও উদ্ধারকারী টিম ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা গোটা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছেন। আশঙ্কা করা হচ্ছে আরও পূণ্যার্থী হড়পা বানে ভেসে যেতে পারেন। তাদের খোঁজ চলছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

ভয়াবহ ঘটনা অমরনাথ যাত্রায়। অমরনাথ গুহার কাছেই মেঘ ভাঙা বৃষ্টি। তার জেরে ভয়াবহ হড়পা বানে ভেসে গেল একের পর এক পূণ্যার্থীদের তাঁবু। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনায় অন্তত ১৩জনের মৃত্যু হয়েছে। বহু পূণ্যার্থীর খোঁজ মিলছে না। হু হু করে জলের স্রোত ভাসিয়ে নিয়ে গিয়েছে পূণ্যার্থীদের তাঁবু। পুলিশ সহ উদ্ধারকারী টিম ঘটনাস্থলে উদ্ধারকাজে নেমেছে।

আইজিপি কাশ্মীর টুইট করে জানিয়েছেন, গুহার কাছেই কিছু লঙ্গর ও তাঁবু হড়পা বানে ভেসে গিয়েছে। দুজনের মৃত্যুর খবর মিলেছে। পুলিশ, এনডিআরএফ উদ্ধারকাজে নেমেছে।

সূত্রের খবর সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ আচমকাই মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়ে যায়। এরপরই আচমকা হড়পা বান।জখমদের এয়ারলিফ্ট করে শ্রীনগরে ও অনন্তনাগে নিয়ে যাওয়া হয়েছে। অন্তত ২৫টি তাঁবু ভেসে গিয়েছে। সুরক্ষা বাহিনী দ্রুত উদ্ধারে নেমে পড়ে। তবে স্থানীয় সূত্রে খবর আপাতত এলাকায় বৃষ্টি কিছুটা ধরে এসেছে।

এদিকে আরও উদ্ধারকারী টিম ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা গোটা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছেন। আশঙ্কা করা হচ্ছে আরও পূণ্যার্থী হড়পা বানে ভেসে যেতে পারেন। তাদের খোঁজ চলছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

এনডিআরএফ ডিজি অতুল কারওয়াল জানিয়েছেন ১০জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনজনকে জীবন্ত উদ্ধার করা হয়েছে। এদিকে আধিকারিকরা জানিয়েছেন মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৩জন।

এক আইটিবিপি আধিকারিক জানিয়েছেন, আপাতত সাময়িক স্থগিত করা হচ্ছে অমরনাথ যাত্রা। এলাকা জলে ডুবে গিয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রা স্থগিত থাকবে।

প্রধানমন্ত্রী গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন।

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এনডিআরএফ, বিএসএফ, এসডিআরএফ মোতায়েন করা হয়েছে। আর্মির ৬টি উদ্ধারকারী টিম ঘটনাস্থলে রয়েছে।

 

পরবর্তী খবর

Latest News

‘ক্যানসারের চিকিৎসা রোগটার থেকেও…', মৃত্যর সঙ্গে প্রতি মুহূর্তে লড়াই, অকপট কিরণ টেস্টে কিন্তু আমি এত বাউন্স করি না- ৪ উইকেট নিয়ে কী বললেন জসপ্রীত বুমরাহ? 'প্রতিবাদ করতে হলে কলকাতায় যান, রাস্তায় নামুন, এখানে সকলে গান শুনতে এসেছেন' বিক্রান্ত মাসে ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর মুক্তির নতুন দিন ঘোষণা! কীসের ভিত্তিতে জামিন পেলেন কেষ্ট? ফিরবেন অনুব্রত, বীরভূমে মিষ্টিমুখ, আবীর খেলা সৃজিত এত্ত প্রেম করেছে যে অস্কার পেতে পারে, তবে তাতে কাজ পাওয়া যায় না: স্বস্তিকা অভিমন্যু ঈশ্বরন থেকে অভিষেক পোড়েল, বাংলার দুই তারকার ব্যাটে জমে উঠল দ্বিতীয় দিন মমতার পালটা, বাংলা থেকে যাওয়া যাত্রীবাহী গাড়ি ঝাড়খণ্ডে আটকালেন বাসিন্দারা ডাব চিংড়ি তো খেলেন অনেক, এবারে দুর্গাপুজোয় খেয়ে দেখুন ডাব পনির পুজোর বাজার কাঁপাচ্ছে ‘জিমিচুর’, কী বিশেষত্ব এই শাড়ির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.