বাংলা নিউজ > ঘরে বাইরে > উত্তরাখন্ডে তুষারে আটকে মৃত ১৩, বাংলার ৭জন নিখোঁজ, কলকাতার বহু পর্যটকের খোঁজ নেই

উত্তরাখন্ডে তুষারে আটকে মৃত ১৩, বাংলার ৭জন নিখোঁজ, কলকাতার বহু পর্যটকের খোঁজ নেই

উত্তরাখন্ডে তুষারে আটকে মৃত ১৩জন (প্রতীকী ছবি)   (ANI Photo) (Ajay Kumar)

প্রশাসন সূত্রে খবর, নিখোঁজ ৮জন ট্রেকারের মধ্যে সাতজনই পশ্চিমবঙ্গের বাসিন্দা।অপরজন দিল্লির বাসিন্দা।

কিছুদিন আগেই প্রবল বৃষ্টিতে বিপর্যয় নেমে এসেছিল উত্তরাখন্ডে। এবার তুষারপাতের জেরে বিপর্যয়। উত্তরাখন্ডে তুষারে আটকে গিয়ে মৃত্য়ু ১৩জনের। তার মধ্যে ১০জন রয়েছেন যারা ট্রেকিংয়ে বেরিয়েছিলেন। আচমকাই পাহাড়ি রাস্তায় তুষারপাত শুরু হয়ে যায়। তিনজন পোর্টারের মৃত্যু হয়েছে প্রবল ঠান্ডায় ও তুষারে আটকে গিয়ে। প্রশাসন সূত্রে খবর, নিখোঁজ ৮জন ট্রেকারের মধ্যে সাতজনই পশ্চিমবঙ্গের বাসিন্দা।অপরজন দিল্লির বাসিন্দা। সূত্রের খবর, উত্তরকাশীতে ভারত-চিন সীমান্তে ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ মোতায়েন রয়েছেন। তাদের জন্য়ও কাজ করতেন ওই কুলিরা। তুষারে আটকে পড়েন তারাও। তবে শেষ পর্যন্ত ৫জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আরও ৬জনের খোঁজ মিলছে না। এদিকে ১৭ সদস্য়ের একটি ট্রেকিং টিম পাহাড়ের পথ ধরে যাচ্ছিল। তাদের মধ্যে ৯জন পোর্টারও ছিলেন। তবে তাদের মধ্যে ৬জন কোনওরকমে নীচে নেমে ভয়াবহ পরিস্থিতির কথা জানান। এরপরই উদ্ধারকাজ শুরু হয়। কিন্তু তিন পোর্টারের কোনও খোঁজ মিলছে না। 

জেলা দুর্যোগ ব্যবস্থাপন দফতরের আধিকারিক দেবেন্দ্র পাটোয়াল বলেন, SDRF,বায়ু সেনা লামখাগা পাসের কাছে পাঁচটি দেহকে চিহ্নিত করেছে। পাশাপাশি উদ্ধারকারী টিমের সদস্যরা একজন ট্রেকারকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন। এদিকে সূত্রের খবর, আইটিবিপির জওয়ানদের সঙ্গেই স্থানীয় কয়েকজন পোর্টার ছিলেন। ১৭ অক্টোবর রাস্তাতেই তারা আইটিবিপির সঙ্গে আলাদা হয়ে যায়। বায়ুসেনার চপার তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এদিকে জেলা দুর্যোগ ব্য়বস্থাপন দফতরের আধিকারিক শিখা সুয়াল বলেন, ৬৫জন পর্যটক তুষারে আটকে পড়েছেন। তাঁদের অনেকেই কলকাতার বাসিন্দা। হেলিকপ্টার, এনডিআরএফ টিম তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

 

বন্ধ করুন