জলগাঁওতে রেললাইনে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১৩ জনের মধ্যে অন্তত চারজন নেপালের বাসিন্দা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে এক নাবালক ও দুই নারী রয়েছে।
বুধবার সন্ধ্যায় মহারাষ্ট্রের জলগাঁও জেলায় মুম্বইগামী পুষ্পক এক্সপ্রেসের কয়েকজন যাত্রী অ্যালার্ম চেইন টানার ঘটনার পরে ট্রেন থেকে নেমে গেলে অপর একটি ট্রেনের ধাক্কায় কমপক্ষে ১৩ জন নিহত ও ১৫ জন আহত হন।
স্পেশাল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ দত্তাত্রেয় কারালে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, '১৩ জনের মধ্যে আমরা এখনও পর্যন্ত আটটি দেহ শনাক্ত করেছি, যার মধ্যে দু'টি তাদের আধার কার্ড রয়েছে। জলগাঁও জেলার তথ্য আধিকারিক যুবরাজ পাতিল জানিয়েছেন, মৃত আটজনের মধ্যে চারজন নেপালের বাসিন্দা।
তালিকা অনুসারে জানা গিয়েছে, মৃত চার নেপালি হলেন কমলা নবীন ভান্ডারি (৪৩), জাভাকালা ভাটে (৬০), লাচ্চিরাম খাতারু পাসি (৪০) এবং ইমতিয়াজ আলি (১১)।
আহতদের মধ্যে ১০ জন বর্তমানে পাচোরা সিভিল হাসপাতালে এবং একজন জলগাঁও শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের সামান্য জখম ছিল। তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাতিল।
বুধবার রাতে সেন্ট্রাল রেলওয়ের কর্মীদের একটি দল হাসপাতালগুলি পরিদর্শন করে এবং আহত যাত্রীদের মধ্যে ৯ জনকে মোট ২.৭০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করে।
সেন্ট্রাল রেলওয়ের আধিকারিকরা জানিয়েছেন, বুধবার বিকেল পৌনে চারটে নাগাদ লখনউ-মুম্বই পুষ্পক এক্সপ্রেস থামলে উত্তর মহারাষ্ট্রের জলগাঁও জেলার পাচোরা শহরের কাছে মাহেজি ও পারধাদে স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে।
আগুন লাগার আশঙ্কায় পুষ্পক এক্সপ্রেসে থাকা কয়েকজন যাত্রী তড়িঘড়ি পাশের রেললাইনে ঝাঁপ দেন এবং বেঙ্গালুরু থেকে দিল্লিগামী কর্ণাটক এক্সপ্রেসের ধাক্কায় তাঁদের পিষে দেওয়া হয়।
রেলওয়ে বোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর (ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি) দিলীপ কুমার অবশ্য কামরার ভিতরে কোনও স্পার্ক বা আগুন লাগার কথা অস্বীকার করেছেন।
সুইজারল্যান্ডের দাভোস থেকে এক ভিডিও বার্তায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, 'ট্রেনের কিছু যাত্রী ভুল করে ভেবেছিলেন ট্রেন থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং তাঁরা ঝাঁপ দেন। দুর্ভাগ্যবশত অন্য একটি ট্রেনের ধাক্কায় তাঁদের মৃত্যু হয়।
মুখ্যমন্ত্রী দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন।
রেল বোর্ড পৃথকভাবে মৃতদের পরিবারপিছু দেড় লক্ষ টাকা, গুরুতর জখমের জন্য ৫০ হাজার টাকা এবং সাধারণ আঘাতের জন্য ৫০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে।
(PTI ইনপুট সহ)